আজকাল ওয়েবডেস্ক: বাড়ি থেকে দূরে বাস, কিন্তু তাই বলে কী ঘরের, পাড়ার কালীপুজো, হইচই থেকে দূরে থাকবে মানুষ? একেবারেই নয়, আর সেই কারণেই আয়োজন। প্রবাসী বাঙালিরা হইহই করে উদযাপন করলেন দ্বীপান্বিতা কালীপুজো। নভেম্বরের শুরুর দিনে বিকেলে পুজর আয়োজন করা হয়েছিল। শহরজুড়ে যত বাঙালির বসবাস সকলেই বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন। পুজো শেষে ছিল খাওয়া-দাওয়ার আয়োজন। 

 

 

পুজো হয় শহরের গেলেন ওয়েভারলি কমিউনিটি সেন্টারে। সন্ধে থেকে রাত পর্যন্ত এই জায়গা দেখে মনে হচ্ছিল, যেন কালীপুজোর দিনের এক টুকরো বারাসত কিংবা কলকাতার আমহার্ট স্ট্রিট চত্বর। ছ'টায় অনুষ্ঠান স্থল মুখরিত হতে থাকে শ্যামা সঙ্গীতে। মেলবোর্নের বেদান্ত সোসাইটির তরফে শ্যামা সঙ্গীত পরিবেশন করে। তার কিছু পর, সাড়ে ছ'টা থেকে শুরু হয় কালী আরাধনা। এরপর রাত আটটা থেকে খাওয়া দাওয়া শুরু হয়। 

 

 

মেনুতে ছিল পোলাও,পনির, মিষ্টি। পাশাপাশি ছিল মাছ, চিকেনের নানা আইটেমও। শুধু বাঙালিরাই নন, অন্যান্যরাও সামিল হয়েছিলেন শ্যামা পুজোয়। শুধু কালী পুজোই নয়, এই সংগঠনের তরফে দুর্গাপুজোও পালন করা হয় মেলবোর্নে।