আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। বউদির বারংবার নিষেধ সত্ত্বেও দুষ্টুমিতে লাগাম না টেনে শেষ পর্যন্ত প্রাণ হারাল এক নাবালক ঠাকুরপো। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিভাবকহীন ওই খুদে ছেলেটিকে তার দাদা ও বউদি সন্তানসম স্নেহে আগলে রাখতেন। কিন্তু শুক্রবার দুপুরে ফাঁকা বাড়িতে সে শুরু করে নানা ধরনের দুরন্তপনা। একে একে দাদার আদরের ফুলগাছগুলো ভেঙে দেয় সে।
বিকেলে বাড়ি ফিরে ফুলবাগানের এই অবস্থা দেখে ক্রোধে ফেটে পড়েন দাদা। রাগের মাথায় শাস্তি দিতে গরম রোদে ছেলেটিকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখেন তিনি। এতে হিট স্ট্রোকে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালক। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘিরে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দাদাকে আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।
