আজকাল ওয়েবডেস্ক: বাইরে পরপর আছড়ে পড়ছে ব্যালেস্টিক মিসাইল। তার মাঝেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এক যুগল। বিয়ের পোশাকেই মাটির নীচে বাঙ্কারে লুকিয়ে পড়েন। আর সেখানেই শ্যাম্পেন হাতে উদযাপনে মেতে ওঠেন তাঁরা। জেরুজালেমে ভূগর্ভস্থ বাঙ্কারে লুকিয়ে থাকা নবদম্পতির নাচের ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্রিস্টিরা এবং শন গিবসন দুইজনেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। জেরুজালেমে বিয়ে করবেন বলে একবছর আগে থেকেই পরিকল্পনা করেছিলেন দুজনে। শেষমেশ এই অক্টোবরেই বিয়ে দিনক্ষণ ঠিক হয়। সেই মতো কলোরাডো থেকে পৌঁছে যান জেরুজালেমে। সেখানে বিলাসবহুল নোত্রে দ্যামে হোটেলে বিয়ের প্রস্তুতিও সারেন। কিন্তু বিয়ের ঠিক কিছুক্ষণ আগেই জেরুজালেমে হামলা চালায় ইরান। আছড়ে পড়ে একের পর এক ব্যালিস্টিক মিসাইল।
মিসাইল হামলার শুরুর পরেই হোটেলের অদূরে ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নেন তাঁরা। সেখানেই হয় আংটি বদল। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েই শ্যাম্পেন হাতে উদযাপনে মেতে ওঠেন তাঁরা। বাঙ্কারে আশ্রয়কারীদের মাঝেই নাচে মেতে ওঠেন দুজনে। তাঁদের নাচের ভিডিও রেকর্ড করেন অনেকে। যুদ্ধ চলাকালীন তাঁরাও ক্রিস্টিরা এবং শনের এমন বিয়ের উদযাপনে সামিল হতে পেরে যারপরনাই খুশি।
এক্স হ্যান্ডেলে ভিডিওটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। দুইদিনের মধ্যে ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখেছেন। ইরানের ভয়াবহ মিসাইল হামলাকে উপেক্ষা করে, প্রেমের উদযাপনকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।
