আজকাল ওয়েবডেস্ক: তিনি যা বলছেন, পরপর মিলে যাচ্ছে তাই। জাপানের বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণীর সময় যত এগিয়ে আসছে, সব ছারখার হওয়ার আশঙ্কায় তত ভয়ে ঠকটক করে কাঁপছে এই দেশ।
জাপানের বিখ্যাত মাঙ্গা শিল্পী ও কথিত জ্যোতিষী রিও তাতসুকি। দিন-দুনিয়ায় কী ঘটতে চালেছে আগামী দিনে, বলে দেন তা। তাঁর ভবিষ্যদ্বাণী, ঠিক ২০ দিনের মাথায়, ৫ জুলাই, ২০২৫-এ ভয়ানক ভূমিকম্প হবে জাপানে।
আর এই ভূমিকম্প থেকেই জাপানে আছড়ে পড়তে পারে ভয়াবহ সুনামি। অনেকেই এই ভবিষ্যদ্বাণী প্রসঙ্গে বলেছেন, জাপান এবং ফিলিপাইনের মধ্যে সমুদ্রের তলদেশে বিভক্তির ফলে সুনামি বা ভূমিকম্প হতে পারে। এই ভবিষ্যদ্বাণীর পরেই বিভিন্ন দেশের পর্যটকরা তাঁদের জাপান ট্যুর বাতিল করে দিয়েছেন। দিঙ্কয়েক আগেই জানা গিয়েছে, হংকং থেকে জাপানগামী একাধিক বিমানে টিকিট বাতিল হয়েছে। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী, জুনের শেষ এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে জাপানগামী বুকিং ৮৩ শতাংশ কমে গেছে। শুধুমাত্র হংকং থেকেই গড়ে ৫০% বুকিং বাতিল হয়েছে।
তাতসুকির এই ভবিষ্যদ্বাণী নতুন নয়। তিনি আগেও কিছু ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত করে জনপ্রিয়তা অর্জন করেছেন, যার ফলে অনেকেই তার এই ভবিষ্যদ্বাণীকে গুরুত্বের সঙ্গে দেখছেন।
 
 তবে জাপান সরকার এক বিবৃতিতে বলেছে, ‘এই ধরনের ভবিষ্যদ্বাণী সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে যেন তারা গুজবে কান না দেন’। উল্লেখযোগ্যভাবে, কিছু ভূতাত্ত্বিক বিশেষজ্ঞও সমুদ্রপৃষ্ঠের নিচে টেকটোনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণ করে জাপানে সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প ও সুনামির আশঙ্কা প্রকাশ করেছেন, যা তাতসুকির পূর্বাভাসের সঙ্গে মিলে গেছে।
ভয়াবহ ভূমিকম্প ছাড়াও, রিও তাতসুকি ভবিষ্যদ্বাণী করেছেন, ২০৩০ সালে, আরেকটি মারাত্মক ভাইরাসের আবির্ভাব ঘটবে, যা লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে।
