আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবিরতির পর ফের অশান্ত পরিস্থিতি। মঙ্গলবার ভোর থেকে নতুন করে ইজরায়েল হামলা চালিয়েছে গাজায়। অতর্কিত হামলায় মৃত্যু মিছিল। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, মৃত্যু হয়েছে অন্তত ২০০জনের। গাজা প্রশাসনের পক্ষ থেকেই এই তথ্য জানানো হয়েছে।

জানুয়ারির ১৫। দীর্ঘ যুদ্ধকাল, কাতারে কাতারে মৃত্যু মিছিল, চতুর্দিকের হাহাকার, ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে হামাস, ইজরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। প্রায় একমাস পর, ১৯ ফেব্রুয়ারি তা কার্যকরী হয়। ঠিক হয়েছিল, ১ মার্চ পর্যন্ত চলবে প্রথম দফার যুদ্ধবিরতি। দ্বিতীয়দফার যুদ্ধবিপরি নিয়ে আলোচনা হয়নি এখনও। প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েকদিনের মাথায় নতুন করে হামলা চালাল ইজরায়েল।

 

?ref_src=twsrc%5Etfw">March 18, 2025

 

ঠিক কোথায় নতুন করে হামলা চালাচ্ছে ইজরায়েল? জানা গিয়েছে, গাজায় যেসব জায়গা হামাসের অধীনে, মূলত সেসব জায়গাগুলিতেই হামলা চালাচ্ছে তারা। 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার ভোরে আকাশপথে গাজায় হামলা চালায় ইজরায়েল। কয়েকঘণ্টায় প্রাণ গিয়েছে বহু। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি।

 

?ref_src=twsrc%5Etfw">March 18, 2025

 

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, উত্তর গাজা, গাজা সিটি এবং মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকার দেইর আল-বালাহ, খান ইউনিস এবং রাফাহ সহ একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায় ভোররাতে। ইজরায়েল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে রাজনৈতিক অনুমোদনের পরেই তারা এই হামলা চালিয়েছে।