আজকাল ওয়েবডেস্ক: ইরান ইজরায়েল নিয়ে ফের একবার বিতর্কিত মন্তব্য দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের পোস্টে। সামাজিক মাধ্যমে তার করা পোস্ট ইতিমধ্যেই তৈরি করেছে নতুন চিন্তা। তাহলে ঠিক কী করতে চাইছেন তিনি।


নিজের প্রথম পোস্টে তিনি লিখেছেন কমপ্লিট স্যারেন্ডার। অর্থাৎ তিনি ইরানের আকাশকে তিনি নিজের কন্ট্রোলে নিতে চাইছেন। 

?ref_src=twsrc%5Etfw">June 17, 2025


তিনি সেখানে আরও লেখেন আমেরিকার প্রযুক্তির কাছে ইরানের কোনও তুলনা হবে না। ইরানের হাতে বেশ কয়েকটি উন্নতমানের অস্ত্র থাকতে পারে। তবে তা দিয়ে আমেরিকাকে রোখা যাবে না। 

?ref_src=twsrc%5Etfw">June 17, 2025


এরপর তিনি লেখেন, আমরা জানি কোথায় প্রধান নেতা লুকিয়ে রয়েছেন। তিনি একজন সহজ টার্গেট। তবে তাকে আমরা এই সময় হত্যা করার কথা ভাবছি না। পাশাপাশি সাধারণ মানুষের ওপরেও মিসাইল হামলা করা হবে না।