আজকাল ওয়েবডেস্ক:‌ তিন বছর পর হল শূন্যপদে নিয়োগ। তাও আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো পদ। 


প্রসঙ্গত, পহেলগাঁও হামলা এবং তারপর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাধিক পদক্ষেপের পর আর দেরি করল না ইসলামাবাদ। গত তিন বছর ধরে শূন্য পড়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই–এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আসিম মালিককে বসিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।


পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)–এর সূত্র উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যম জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মালিক আইএসআই প্রধানের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। ইমরান খান পাক প্রধানমন্ত্রী থাকাকালীন ২০২১ সালের মে মাসে কূটনীতিবিদ মঈন ইউসুফকে ওই পদের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু ২০২২ সালের এপ্রিলে ইমরান সরকারের পতনের পর থেকে পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি শূন্য ছিল।


প্রসঙ্গত, বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সাত বছর পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যদ পুনর্গঠন করে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’–এর প্রাক্তন ডিরেক্টর অলোক জোশীকে তার প্রধান নিয়োগ করেছিলেন। তার পরেই মাঝরাতে পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হলেন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ তাঁর ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মালিককে গত বছরের সেপ্টেম্বরে আইএসআই ডিরেক্টর পদে নিয়োগ করেছিলেন। এবার বসালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে।


পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ২৬ জন পর্যটক মারা যাওয়ার পর ভারত রীতিমতো ফুঁসছে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী মোদি সেনাকে খোলা হাত দিয়েছেন। বলেছেন, ‘‌যা করার করুন’‌। তাই আর দেরি না করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করল পাক সরকার।