আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের আকাশে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের আলোকচ্ছটা নজর কাড়ে সাধারণ মানুষের পাশাপাশি সেনা কর্তৃপক্ষেরও। আকাশে আলোয় মোড়া ওই ক্ষেপণাস্ত্রদের দৃশ্যকে ঘিরে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া ও ব্যাখ্যা। জায়নবাদী মতাদর্শে বিশ্বাসী একাধিক গোষ্ঠী একে বলছে "শুক্রাণুদেবের আবির্ভাব"—যার আক্ষরিক মানে, এক নব সৃষ্টির সংকেত। তাদের মতে, আকাশে আলো হয়ে ধরা দেওয়া এই মিসাইল আসলে প্রতীক হয়ে উঠেছে একটি নবতর, আরও শক্তিশালী ইজরায়েলের জন্মের।
সামরিক বিশ্লেষকরা বলছেন, এ ঘটনাকে ঘিরে তেহরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক লড়াইয়ের কৌশল আরও জোরদার হচ্ছে। ইজরায়েলি গণমাধ্যমগুলোতে ইতিমধ্যেই ভেসে উঠছে শিরোনাম: "তেহরানের পতন কেবল সময়ের অপেক্ষা।" তবে ইরানের পক্ষ থেকে এখনও এই আক্রমণ প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবুও এই বর্ণময় আকাশযুদ্ধ যেন মধ্যপ্রাচ্যের সংঘাতের এক নতুন সাংস্কৃতিক ভাষ্যকেই সামনে এনে দিল।
