আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলই প্রথম হামলা চালায় ইরানের উপর। তারপর থেকে, শুক্রবার নিয়ে আটদিন, মিসাইল ছোড়াছুড়ি চলছে ইরান-ইজরায়েলের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরান ইজরায়েলের উপর ইতিমধ্যেই ক্লাস্টার বোমাও ছুড়েছে।

এসবের মাঝেই নিজের মন্তব্যের জন্য, নিজের দেশেই ধিক্কার নেতানিয়াহুকে। কেন?  কী এমন বলেছেন তিনি? ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দ্বিতীয়বারের জন্য পিছিয়ে দিয়েছেন নিজের ছেলের বিয়ে। 

সর্বসমক্ষে এই তথ্য তিনি নিজেই জানিয়েছেন। সঙ্গেই জানিয়েছেন এই যুদ্ধ পরিস্থিতির জন্যই তাঁর পরিবারকে এখন এই ব্যক্তিগত ক্ষতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যুদ্ধের মাশুল চোকাতে হচ্ছে। দেশের বাকি পরিবারগুলির মতোই। তাঁর স্ত্রী, ছেলে এবং ছেলের প্রেমিকা ঘটনায় খুব দুঃখ পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। কখন তিনি একথা জানিয়েছেন, ইরান ইজরায়েলের হাসপাতালে হামলা চালানোর পর, ওই স্থান পরিদর্শনে গিয়ে একথা বলেন দেশের প্রধানমন্ত্রী।

তারপর থেকে নিজের দেশেই তাঁকে নিয়ে চরম ধিক্কার। ডেমোক্র্যাটিক নেসেট সদস্য গিলাদ কারিভ নেতানিয়াহুকে ‘নার্সিসিস্ট’ বলে অভিহিত করেছেন এবং আরও বলেছেন ‘আমি এমন অনেক পরিবারকে জানি, যাদের বিয়ে স্থগিত করতে বাধ্য করা হয়নি, কিন্তু তারা আর কখনও সেই বিয়ে উদযাপন করতে পারবে না। এমনটা হওয়ার কথা ছিল না।‘