আজকাল ওয়েবডেস্ক: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি গাড়িতে একসঙ্গে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পুতিন। সোমবার চিনে অনুষ্ঠিত বৈঠক শেষে সম্মেলনস্থল থেকে হোটেলে যাওয়ার পথে দুই রাষ্ট্রনেতা প্রায় এক ঘণ্টা ধরে গাড়ির ভিতরেই নানা বিষয়ে আলোচনা করেন। জানা গেছে, মোদির জন্য প্রায় ১০ মিনিট অপেক্ষা করেছিলেন পুতিন। তারপর ভারতের প্রধানমন্ত্রী গাড়িতে উঠতেই শুরু হয় দুই রাষ্ট্রনেতার কথোপকথন। তবে আলোচ্য বিষয় হয়ে উঠেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়িটি। 

জানা গিয়েছে, মোদি ও পুতিনের এই সফরে ব্যবহৃত গাড়িটি ছিল রাশিয়ার বিলাসবহুল ও সুরক্ষিত লিমুজিন ‘অরাস সেনাত’ (Aurus Senat)। যা ‘চলন্ত দুর্গ’ নামে পরিচিত। ২০১৮ সালে প্রথম প্রদর্শিত এই গাড়িটি রাশিয়ার রাষ্ট্রনেতাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ‘কর্তেজ’ প্রকল্পের অধীনে। এর নকশায় সোভিয়েত আমলের ZIS-110 লিমুজিন থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। নঅরাস সেনাত ৪.৪ লিটার টুইন-টার্বোচার্জড ভার্সন এইট ইঞ্জিন এবং হাইব্রিড সিস্টেম দ্বারা চালিত। যা প্রায় ৫৯৮ হর্সপাওয়ার এবং ৮৮০ এনএম টর্ক উৎপন্ন করে। ৯-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনযুক্ত এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার। শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে সময় লাগে প্রায় ৯ সেকেন্ড।

গাড়িটির দৈর্ঘ্য ৫,৬৩০ মিলিমিটার, প্রস্থ ২,০০০ মিলিমিটার এবং উচ্চতা ১,৭০০ মিলিমিটার, আর এর হুইলবেস ৩,৩০০ মিলিমিটার। সর্বোচ্চ নিরাপত্তা মান রক্ষার পাশাপাশি গাড়িটিতে রয়েছে অ্যাক্টিভ ক্রুজ কন্ট্রোল, লেন ডিপারচার ওয়ার্নিং, ইলেকট্রনিক ট্র্যাকশন কন্ট্রোল ও উন্নত ব্রেকিং সিস্টেম। ভিতরে রয়েছে বিলাসবহুল চামড়া, কাঠের অলংকরণ, আধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং যে কোনও জলবায়ুতে টিকে থাকার মতো প্রযুক্তি। এই গাড়ি কেবল রাষ্ট্রনেতাদের আনুষ্ঠানিক সফর ও কূটনৈতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সাধারণ মানুষের জন্য এই গাড়ির সংস্করণ সীমিত সংখ্যায় বাজারে আনা হয়েছে। জানা গিয়েছে, এই গাড়িটির দাম প্রায় ২.৫ কোটি টাকা। ২০২৪ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকেও একটি অরাস সেনাত উপহার দেন পুতিন। বর্তমানে এসইউভি ও ভ্যান মডেল তৈরির কাজও চলছে এই প্রকল্পের অধীনে।

প্রসঙ্গত, এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন। তিনি বলেন, ভারত ও রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগিতা কেবল উভয় দেশের জন্যই নয়, বরং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। একই সুর রাশিয়ার প্রেসিডেন্টের গলাতেও। জানা গিয়েছে, এদিন পুতিনও বলেন, এই বৈঠক ভারত-রাশিয়া সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে,  দুই দেশের সম্পর্ককে 'খুব ভালো' বলে অভিহিত করেছেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদি এদিন পুতিনকে বলেন, ১৪০ কোটি ভারতীয় এই বছরের শেষের দিকে তাঁর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।  রাশিয়া এবং ইউক্রেনযে দ্রুত তাদের যুদ্ধের অবসান ঘটাবে বলেও আশা মোদির, পুতিনকে তিনি সেকথা জানিয়েছেন বলেও জানা গিয়েছে।