আজকাল ওয়েবডেস্ক: বাজি জিততে নিমেষের মধ্যে দু'বোতল হুইস্কি শেষ করেছিলেন যুবক। বর্ষবরণের রাতে উদযাপনের মাঝে মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২১ বছর বয়সি যুবক। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দেশজুড়ে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। থা মাই জেলায় বর্ষবরণের রাতে উদযাপনে মেতেছিলেন ২১ বছর বয়সি কান্থি। আচমকা একটি বাজি ধরতে রাজি হয়ে যান। জানা গিয়েছে, আধ ঘণ্টার মধ্যে যিনি দু'বোতল হুইস্কি শেষ করতে পারবেন, তিনি ৭৫ হাজার টাকা জিততে পারবেন। এই বাজি জিততেই হুইস্কি খেতে শুরু করেন যুবক।
মাত্র ২০ মিনিটের মধ্যে দু'বোতল হুইস্কি শেষ করেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন কান্থি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, অ্যালকোহল বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে যুবকের। ওইদিন রাতে আগে থেকেই মদ্যপান করছিলেন যুবক। তারপরেও দু'বোতল হুইস্কি খান। অতিরিক্ত মদ্যপানের জন্যেই মর্মান্তিক পরিণতি ঘটে তাঁরা। এদিকে বাজি ধরতে যুবককে যে ব্যক্তি রাজি করিয়েছিলেন, তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর ১০ বছর জেল হতে পারে। এ ঘটনার তদন্ত জারি রেখেছে তারা।
