আজকাল ওয়েবডেস্ক: ভিনদেশে পড়াশোনা করা এক ভারতীয় ছাত্রের বিরুদ্ধে অদ্ভুত অভিযোগ আসে৷ যুবক তারই এক সহপাঠীর হস্টেলের ঘরে ঢুকে টেডি বিয়ারের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে। ঘটনাটি নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ে ঘটে বলে পুলিশ সূত্রে খবর৷ যুবকের এই বিকৃত কর্মকান্ড জানাজানি হতে হুলুস্থুল চারিদিক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম উদকর্ষ যাদব। যুক্তরাজ্যের নিউক্যাসলের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং-এর স্নাতক। ১৮ বছর বয়সী এই যুবক ভারতের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান৷ অবৈধভাবে একটি জিম কার্ডের মাধ্যমে সে তার প্রত্যেক সহপাঠীর শোবার ঘরে ঢুকত। ঘটনার দিন ছাত্রীটি তাঁর পরিবারের সঙ্গে ছিলেন। ছাত্রীর বিছানা থেকে পাওয়া ডিএনএ উদকর্ষের সঙ্গে মিলে যায়। পুনর্বাসনের শর্তাবলী সহ ২ বছরের জন্য বরখাস্ত করা হয় তাকে। শাস্তি হিসেবে ২০০ ঘন্টা বেতনহীন কাজ এবং ১১৭ পাউন্ড জরিমানার নির্দেশ দেওয়া হয়।
উদকর্ষ তার অপরাধের কথা স্বীকার করে। আকাঙ্খার তীব্রতার ফলে এই ঘটনা বলেই প্রাথমিকভাবে ধরেছে পুলিশ৷ পাশাপাশি তার মানসিক সাস্থের পরীক্ষা নিরীক্ষাও চলছে৷
ইতিমধ্যেই যাদবকে বিশ্ববিদ্যালয়ের আবাসন থেকে সরিয়ে নেওয়া হয়। বিকল্প ব্যবস্থার কথা বলা হয় তাকে। এহেন ঘটনায় ভিসা প্রত্যাহারের বিরুদ্ধে আবেদন করে যাদবের আইনজীবী। যাদব এই কোর্সে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করতে চায়। বিশ্ববিদ্যালয় বিষয়টি বিবেচনা করে দেখবে বলে জানিয়েছে৷ বর্তমানে ঘটনার সমস্ত দিক পর্যবেক্ষণ করা হচ্ছে৷
