আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় এক প্রযুক্তিপ্রেমী যুবকের এক অভিনব কৌশল নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। তিনি এমনভাবে পরিকল্পনা করেছেন যাতে একটি ম্যাকবুক কেনার পাশাপাশি ১১ দিনের একটি বিদেশ সফরও সেরে ফেলেছেন, তাও তুলনামূলকভাবে কম খরচে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘@Shuict’ নামের ব্যবহারকারী এই অভিজ্ঞতা শেয়ার করে জানান, কীভাবে একটি সাধারণ ভাবনা তার কাছে হয়ে উঠেছে এক বুদ্ধিদীপ্ত আর্থিক কৌশল। “যদি আপনি ভারতে ২ লক্ষ বা তার বেশি দামের ম্যাকবুক বা আইফোন কেনার কথা ভাবেন, বিশ্বাস করুন, ভিয়েতনামে একটা ছোট ট্রিপ করে আসাটাই বেশি সাশ্রয়ী হবে”—এই ক্যাপশন দিয়ে তিনি শুরু করেন তার পোস্ট।
ভারতে ম্যাকবুকের দাম প্রায় ১,৮৫,০০০ (কার্ড অফারসহ)। অথচ ভিয়েতনামে তিনি একই মডেল কিনেছেন প্রায় ১,৪৮,০০০ টাকায়, যার অর্থ ৩৬,৫০০ টাকার মতো সাশ্রয়। এই সাশ্রয়ের টাকায়ই মূলত তার বিমান ভাড়ার খরচ উঠে গেছে। যুবকটি জানান, হ্যানয়ে পৌঁছে তিনি সস্তার রিটার্ন ফ্লাইটে যাত্রা করেন এবং সেখান থেকে রিমোট ওয়ার্ক করার পাশাপাশি শহর ঘুরে দেখেন। তার অন্যতম বুদ্ধিদীপ্ত পদক্ষেপ ছিল, এমন দোকান থেকে ম্যাকবুক কেনা, যারা পর্যটকদের জন্য VAT (মূল্য সংযোজন কর) ফেরত প্রদান করে। দোকান বাছাইয়ের বিষয়ে তিনি লিখেছেন, “সবসময় জিজ্ঞেস করুন—‘আপনারা কি এয়ারপোর্টে VAT রিফান্ডের জন্য ডকুমেন্ট দেন?’ কারণ অনেক দোকানই তা দেয় না।”
আরো পড়ুন: মুখ মিলনে লুকিয়ে ছিল মৃত্যুর বীজ! রতির রসে ঘাতক ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন সেনা কর্মকর্তা
পোস্ট অনুযায়ী, পুরো সফর (ম্যাকবুক কেনা, ফ্লাইট, থাকা, খাওয়া, ঘোরাফেরা) মিলিয়ে খরচ হয়েছে ২,৮০,০০০। কিন্তু VAT রিফান্ড পাওয়ার পর, তার প্রকৃত ব্যয় দাঁড়িয়েছে মাত্র ১,৯৭,০০০। এর মানে, পুরো সফরের খরচ হয়েছে মাত্র ৪৮,০০০—একজন সাধারণ পর্যটকের বিদেশ সফরের তুলনায় অত্যন্ত সাশ্রয়ী। এই পোস্টটি ৩০ জুলাই, ২০২৫-এ শেয়ার করা হয় এবং তা সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে ওঠে। বহু Reddit ব্যবহারকারী তার কৌশলের প্রশংসা করে একে আখ্যা দেন “Crazy genius travel hack” হিসেবে। অনেকে অবাক হয়ে বলেন, “এভাবে তো বিদেশ সফরের খরচই উঠে গেছে!”—আবার কেউ কেউ তাদের অভিজ্ঞতাও শেয়ার করেছেন, যেখানে তারা দামি ডিভাইস বিদেশ থেকে কিনে সাশ্রয় করেছেন।
এই ঘটনার মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক—আন্তর্জাতিক পর্যটনের সঙ্গে স্মার্ট কেনাকাটার সংযোগ। এই ধরনের কৌশল ভবিষ্যতে আরও জনপ্রিয় হতে পারে, বিশেষত তরুণ প্রযুক্তিপ্রেমী ও ডিজিটাল নোম্যাডদের মধ্যে। যেখানে ভারতে প্রযুক্তিপণ্যের উপর আমদানি শুল্ক এবং GST মিলিয়ে দাম অনেকটা বেড়ে যায়, সেখানে আন্তর্জাতিকভাবে ভ্রমণ করে সেই পণ্য কেনা যদি আর্থিকভাবে সাশ্রয়ী হয়, তাহলে এটি এক নতুন ট্রেন্ড হিসেবেই দেখা যেতে পারে। তবে, এর জন্য প্রয়োজন আগাম পরিকল্পনা, তথ্য সংগ্রহ এবং যথাযথ কাগজপত্র।
