আজকাল ওয়েবডেস্ক: গৃহযুদ্ধে বিধ্বস্ত মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা ডিআর কঙ্গো)। কঙ্গোয় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ভারতীয়দের নিরাপদে স্থানে চলে যেতে বলল দূতাবাস। রাজধানী কিনশাসার ভারতীয় দূতাবাস থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, দক্ষিণ কিভুর বুকাভু ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে। আপৎকালীন পরিকল্পনাও তৈরি রাখতে বলা হয়েছে। 

দূতাবাসের নির্দেশিকায় বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠী এম২৩ বুকাভু থেকে মাত্র ২০-২৫ কিলোমিটার দূরেই রয়েছে। নিরাপত্তার খাতিরে সকল ভারতীয়কে নিরাপদে স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়াও, ভারতীয় নাগরিকদের জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখতে বলা হয়েছে।  প্রয়োজনীয় পরিচয়পত্র এবং ভ্রমণের নথিপত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওষুধ, পোশাক, খাবার, জল ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। বুকাভুতে অবস্থিত ভারতীয়দের দূতাবাসে পাসপোর্ট নম্বর, নাম, ঠিকানা পাঠিয়ে রাখতে বলা হয়েছে। আপতকালীন পরিস্থিতিতে +২৪৩ ৮৯০০২৪৩১৩ নম্বরে এবং cons.kinshasas@mea.gov.in মেল আইডিতে যোগাযোগ করতে বলা হয়েছে। 

কঙ্গোর সেনা এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর গত ছ’দিনের গৃহযুদ্ধে অন্তত ৭০০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে। নিহতদের তালিকায় বহু সাধারণ মানুষ রয়েছেন বলেও ওই রিপোর্ট জানাচ্ছে। কঙ্গোর বেশ কিছু এলাকা ইতিমধ্যেই দখল নিয়েছেন বিদ্রোহীরা। এম২৩-কে ইন্ধন দিচ্ছে রোয়ান্ডা, এই অভিযোগ তুলেছে কঙ্গো। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে রোয়ান্ডা।