আজকাল ওয়েবযডেস্ক: হাই-হিল। সাজসজ্জার সঙ্গে মানানসই জুতো পরা স্টাইলের অংশ। সেই স্টাইলে কেউ পরেন একেবারে ফ্ল্যাট জুতো। কেউ বা পরেন কয়েক ইঞ্চির হাই হিল। তবে বিশ্বে এমন জায়গাও রয়েছে যেখানে হাই হিল পরে রাস্তায় হাঁটতে গেলে নিতে হবে অনুমতি।
ক্যালিফোর্নিয়ার কারমেল-বাই-দ্য-সি, পাথরের রাস্তা, অসামান্য স্থাপত্য মুগ্ধ করে সকলকে। ওই অসামান্য শহরে নাকি রয়েছে এক অদ্ভুত নিয়ম, আর তা নিয়েই হইচই।
সান ফ্রান্সিসকো-ভিত্তিক ভ্রমণ ভ্লগার জোরি জানাচ্ছেন, কারমেল-বাই-দ্য-সি-তে অনুমতি ছাড়া হাই হিল পরে রাস্তায় ঘুরে বেড়ানো অবৈধ। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। তাতেই লিখেছেন "আপনি কি জানেন ক্যালিফোর্নিয়ার এই শহরে হাই হিল পরা অবৈধ?" সঙ্গেই কারণ ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন, যে শহরের বিখ্যাত উঁচুনিচু ফুটপাথগুলিতে হিল পরে হাঁটা কঠিন হতে পারে, বিশেষ করে স্টিলেটোতে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zory | San Francisco Blogger (@zorymory)
উঁচুনিচু রাস্তায় হাই হিলস পরে হাঁটাচলা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। দুর্ঘটনা রোধ করার জন্য, শহরে দুই ইঞ্চির বেশি লম্বা হিল পরতে ইচ্ছুককে নিতে হবে অনুমতি। সিটি হল থেকে ওই অনুমতি নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় ভ্লগার জানান, বিনামূল্যে এবং দ্রুত ওই অনুমোদন দেওয়া হয়ে থাকে। তবে নিজের অভিজ্ঞতাতেও জানিয়েছেন, শহরের পাথরের সরু, এবড়োখেবড়ো রাস্তায় হিল পরে হাঁটা খুব একটা নিরাপদ নয়।
কিন্তু এই নিয়ম কবে থেকে চালু হল শহরে? ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল কোস্টে মন্টেরি উপদ্বীপের পাশে অবস্থিৎ এই ছোট শহরে ১৯৬৩ সালে ওই নিয়ম চালু হয় বলে জানা যায়।