আজকাল ওয়েবডেস্ক: সন্তানের নাম সন্তান পৃথিবীতে আসার আগে থেকেই অনেকে ভেবে রাখেন। কেউ ভাবেন নিজেদের নামের সঙ্গে মিলিয়ে, কেউ পছন্দের চরিত্রের নাম রাখেন। তবে এবার কিছুটা সাবধান হওয়ার পালা। বেশকিছু জায়গায় নাম নিয়ে কড়া বেশ কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। অর্থাৎ বিধিনেষেধের তালিকায় যেসব নাম রয়েছে, ওইসব জায়গায় ওই নামগুলি রাখা যাবে না আর।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশকিছু জায়গায় রয়েছে এই নিষেধাজ্ঞা। কেমন সেসব? কোন কোন নাম রাখা যাবে না? রইল তথ্য-

অ্যাডলফ হিটলার: হলোকাস্টের জন্য দায়ী নাৎসি নেতার নামে নাম রাখা যাবে না সদ্যোজাতর। কড়া বার্তা।

মসিহ: ধর্মীয় কারণে এই নামটি নিয়ে ইতিমধ্যে জলঘোলা হয়েছে বিস্তর। ২০১৩ সালে টেনেসির একজন বিচারক ধর্মীয় কারণ দেখিয়ে একটি শিশুর নাম "মসিহ" থেকে "মার্টিন" করার নির্দেশ দেন। পরে এই সিদ্ধান্ত বাতিল করা হয় এবং আইনের উপর ব্যক্তিগত বিশ্বাস চাপিয়ে দেওয়ার জন্য বিচারককে অপসারণ করা হয়।

লুসিফার: যদিও কিছু রাজ্যে অনুমতি দেওয়া হয়েছে, খ্রিস্টীয় ধর্মতত্ত্বে শয়তানের সাথে এর সম্পর্ক থাকার কারণে বেশকিছু রাজ্যে লুসিফার নামটি নিষিদ্ধ।


যীশু খ্রীষ্ট: ধর্মীয় অপরাধ এবং বিভ্রান্তি এড়াতে কিছু নির্দিষ্ট বিচারব্যবস্থায় এই নামটি সীমাবদ্ধ।

রাজা, রানী, ম্যাজেস্টি, রাজপুত্র: বিভ্রান্তিকর প্রভাব এড়াতে রাজা, রানী, ম্যাজেস্টি এবং রাজপুত্রের মতো রাজকীয় উপাধি বোঝায় এমন নামগুলি প্রায়শই নিষিদ্ধ করা হয়।

এছাড়া সান্তা ক্লজ, রোমান অক্ষর তিন এসব নামের সঙ্গে ব্যবহার নিষিদ্ধ বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।