আজকাল ওয়েবডেস্ক: ২৪ নভেম্বর থেকে বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ। যদিও বুধবার ইমরান খানের দল পিটিআই জানিয়েছে, আপাতত স্থগিত থকাছে তাদের বিক্ষোভ। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলবন্দী। তাঁর মুক্তির দাবি তুলে কয়েকদিন ধরে পথে তাঁর দল পিটিআই। ২৪ তারিখ থেকে বিক্ষোভ কর্মসূচি চললেও, তা ভয়াবহ রূপ ধারণ করে মঙ্গলবার। মঙ্গলবার দিনভর ইসলামাবাদ-সহ একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি, জমায়েত করেন পিটিআই-এর সমর্থকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হলেও, ভাঙা হয় পুলিশের ব্যারিকেড। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে বিক্ষোভের ঝাঁঝ।
রাজধানীর রেড জোনের কাছে প্রতিবাদ মিছিল বিশাল আকার নিলে, পুলিশ তা ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাও নামে। তারপরেই আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। সেখানকার সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার রাতে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। গুলিও চলে। অন্তত ছ' জনের মৃত্যু হয়েছে বলে খবর সূত্রের।
তবে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বড় সিদ্ধান্ত নেয় ইমরানের দল। তাঁর স্ত্রীর নেতৃত্বে, ইমরানের মুক্তির দাবিতে চলা এই বিক্ষোভ বন্ধের সিদ্ধান্ত জানানো হয়েছে পিটিআই-এর তরফে। কারণ হিসেবে জানানো হয়েছে, আন্দোলন চলাকালীন বিরোধী রাজনৈতিক দলের বহু সমর্থককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। পরিস্থিতি বুঝে, বিক্ষোভ বন্ধের সিদ্ধান্ত নেয় দল। উল্লেখ্য, ইমরান জেল থেকে এই আন্দোলনের ডাক দিলেও, এই আন্দোলন চলছিল মূলত তাঁর স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে। বিক্ষোভ চলাকালীন ছার নিরাপত্তাকর্মী-সহ ৬ জনের প্রাণ গিয়েছে বলে জানিয়েছে সে দেশের সংবাদ সংস্থা।
