আজকাল ওয়েবডেস্ক: ফিলিপিন্সে এক ব্যক্তি তাঁর গ্যারেজে দেখতে পান এক বিশাল আকৃতির বাদুড় ঝুলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ছবিটি দেখে প্রথমে মনে হয়েছিল—এ যেন মানুষের উচ্চতার আকারের এক দানব বাদুড়! ছবিটি দ্রুত ভাইরাল হয়, আর বিস্ময়ে হতবাক হয়ে যায় নেটিজেনরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, ছবিটি একেবারেই মিথ্যে নয়, বরং এক বিরল প্রজাতির বাদুড়ের আসল ছবি। বিশ্বের অন্যতম বৃহৎ বাদুড় হলো জায়ান্ট গোল্ডেন-ক্রাউনড ফ্লাইং ফক্স বা গোল্ডেন-ক্যাপড ফ্রুট ব্যাট।
ফিলিপিন্সের জন্য এটি একটি স্থানীয় প্রজাতি (endemic), অর্থাৎ শুধু ওই দেশেই এদের পাওয়া যায়। এদের ডানার বিস্তার সর্বোচ্চ ৫.৫–৫.৬ ফুট পর্যন্ত হতে পারে। তবে শরীরের দৈর্ঘ্য মাত্র এক ফুটের মতো। ফলে শরীরের দিক থেকে এটি মোটেই মানুষ-আকারের নয়, যদিও সাধারণ বাদুড়ের তুলনায় অনেক বড়। ভাইরাল হওয়া ছবিটি আসলে ফোর্সড পারস্পেক্টিভ ফটোগ্রাফি-র উদাহরণ। ক্যামেরার অ্যাঙ্গেল ও দূরত্ব ব্যবহার করে ছবিতে যে ভ্রম তৈরি করা হয়, তাতে বাদুড়টিকে প্রকৃত আকারের চেয়ে বিশাল বলে মনে হয়। পর্যটকদের ‘তাজমহল’ বা ‘লিনিং টাওয়ার অব পিসা’ হাতে ধরে থাকা ছবির মতোই এটি এক ধরনের ভিজ্যুয়াল ট্রিক।
আরও পড়ুন: 'অ-এ অজগর আসছে তেড়ে...' অজগরের কামড়ে অণ্ডকোষ খোয়ালেন যুবক! রক্তাক্ত বাথরুম
নেটিজেনদের প্রতিক্রিয়া- ছবিটি আবারও টুইটারে ছড়িয়ে পড়লে ব্যবহারকারীরা অবাক হয়ে যান। অনেকে ছবিটিকে ‘ভৌতিক’ বলে আখ্যা দেন। টুইটার ব্যবহারকারী @AlexJoestar622 ছবিটি শেয়ার করে লেখেন— "Remember when I told y'all about the Philippines having human-sized bats? Yeah, this was what I was talking about." পোস্টটি ২.৬ লক্ষেরও বেশি লাইক পায়। তবে বেশ কিছু ব্যবহারকারী ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একজন ফিলিপিনো নেটিজেন মন্তব্য করেন— “আমি নিশ্চিত করতে পারি, এদের ডানার বিস্তার বিশাল হলেও দেহের আকার আসলে মাঝারি আকারের কুকুরের সমান, এর বেশি নয়। আর এরা খুবই শান্ত স্বভাবের, মোটেও ভয়ঙ্কর নয়।”
এই বাদুড় আসলে মানুষকে ভয় পাওয়ার কিছুই নেই। ফলভোজী এই প্রজাতি বন্য পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। ফুল ও ফল থেকে পরাগ ছড়িয়ে দিয়ে এরা পরিবেশের গুরুত্বপূর্ণ পলিনেটর হিসেবে কাজ করে। কিন্তু দুঃখজনকভাবে, বন উজাড় ও নির্বিচার শিকারের কারণে এই বাদুড় এখন অতি বিপন্ন তালিকায় পৌঁছে গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি সত্যি হলেও, এতে বাদুড়কে মানুষ-আকারের দেখানো নিছক ক্যামেরার কৌশল। বাস্তবে জায়ান্ট গোল্ডেন-ক্রাউনড ফ্লাইং ফক্স এক মহিমান্বিত প্রজাতি, যাদের সংরক্ষণ এখন সময়ের দাবি। ভয় নয়, বরং রক্ষাই হওয়া উচিত এই ‘দৈত্যাকার’ বাদুড়ের প্রতি মানুষের একমাত্র দায়িত্ব।
Remember when I told y'all about the Philippines having human-sized bats? Yeah, this was what I was talking about pic.twitter.com/nTVIMzidbC
— hi monica (@AlexJoestar622)Tweet by @AlexJoestar622
