আজকাল ওয়েবডেস্ক: গরম হোক বা বর্ষা অথবা শীতের রাত। সাপের ছোবল বা বিছের কামড় সকলের পক্ষেই ক্ষতিকারক। এই দুটি এমন প্রাণী যারা একবারে আপনার দেহে অনেকটা বিষ ঢেলে দিতে পারে। তবে যদি কয়েকটি নিয়ম জানা থাকে তাহলে অতি সহজেই আপনি এই দুটি ছোবলের পরও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন।


যখনই এই দুটি প্রাণী আপনাকে দংশন করে বিষ ঢালবে সবার আগে যেটি করবেন সেটি হল একেবারে ভয় পাবেন না। যদিও এটি মেনে চলা অতি কঠিন। তবুও নিজেকে খানিকটা হলেও সামনে রাখতে হবে। 


এরপর নিজের দেহে যদি কোনও অলঙ্কার থাকে সেগুলি খুলে ফেলুন। দেহে কোনও আঁটোসাঁটো জমাকাপড় রাখবেন না। যাতে আপনার দেহটি একেবারি রিল্যাক্স থাকে। 


যে জায়গায় কামড় দিয়েছে সেখানে হঠাৎ করে কিছু দেবেন না। তাতে সেই জায়গাটি আরও বেশি বিষাক্ত হয়ে যেতে পারে। 


বিষ কখনই সিনেমা দেখে মুখ দিয়ে চুষে বের করতে যাবেন না। এরফলে যে ব্যক্তি সেটি করবে তার দেহে বিষ প্রবেশ করবে। মুখ দিয়ে সেই বিষ সরাসরি খাদ্যনালীতে চলে যাবে, তখন তারও মৃত্যু হতে পারে।


যেখানে কামড় দিয়েছে সেখানে কাটবেন না। যে ছুরি বা ব্লেড দিয়ে কাটবেন সেখান থেকে সেটি বিষাক্ত হয়ে যেতে পারে। 


অনেকে সাপ বা বিছে কামড়ালে সেটিকে ধরে রাখেন। পরে চিকিৎসকের কাছে সেটি নিয়ে যান। এটি করার দরকার নেই। কারণ তাকে ধরতে হলে সেটি ফের আক্রমণ করতে পারে।


বাড়িতে থাকা পেন বা মার্কার দিয়ে কামড় খাওয়া জায়গাটি মার্ক বা গোল দাগ করবেন না। দ্রুত চিকিৎসকের কাছে গিয়ে সঠিক ওষুধ নিয়ে নেবেন।


যেখানে সাপ বা বিছে কামড়েছে সেখানে সাবান দিয়ে ধুয়ে দিতে পারেন। এরফলে সেখান থেকে নতুন করে সংক্রমণ হতে পারবে না। যদি এই নিয়মগুলি মনে রাখেন তাহলে সেখান থেকে সাময়িকভাবে নিজেকে বাঁচাতে পারবেন। তবে এরপর দ্রুত আপনাকে চিকিৎসকের কাছে যেতেই হবে।