আজকাল ওয়েবডেস্ক: মানুষের মতো সাপেরাও অতি সহজে খাবারকে হজম করতে পারে। তবে সবথেকে বড় প্রশ্ন হল সাপ মানুষের মতো খাবারকে চিবিয়ে খায় না। তাহলে তারা কীভাবে এই খাবারকে দ্রুত হজম করতে পারে। এবিষয়ে বহু বিজ্ঞানীরা নানা ধরণের পরীক্ষা করেছেন। তারপর তারা একটি নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হয়েছেন। 


সাপ তাদের খাদ্য হজমের জন্য বিশেষ কৌশল ব্যবহার করে। তাদের চিবানোর জন্য নির্দিষ্ট দাঁত না থাকার কারণে, তারা শিকারকে পুরো গিলে ফেলে। সাপ তাদের খাদ্য হজমের জন্য শক্তিশালী পেটের অ্যাসিড এবং এনজাইম ব্যবহার করে, যা খাবারকে ভেঙে দেয় এবং পুষ্টি শোষণ করতে সাহায্য করে


চিবানোর অভাব:  সাপ খাদ্য চিবানোর জন্য সঠিক দাঁত ও চোয়াল গঠন করে না। তাদের মুখ ও চোয়াল এতটাই নমনীয় যে তারা তাদের শরীরের তুলনায় অনেক বড় শিকারও গিলে ফেলতে পারে।


পুরো গিলে ফেলা:  সাপ শিকারকে পুরো গিলে ফেলে এবং হজমের জন্য সময় নেয়।


পেটের অ্যাসিড ও এনজাইম:  সাপের পেটে প্রচুর অ্যাসিড এবং এনজাইম থাকে, যা খাবারকে ভেঙে ছোট অংশে পরিণত করে এবং পুষ্টি শোষণকে সহজ করে। 


হজম প্রক্রিয়া:  সাপের পরিপাকতন্ত্র শিকারের লোম, পালক এবং নখর ছাড়া অন্য সবকিছু হজম করতে পারে।


বর্জ্য পদার্থ:  হজম করার পর, সাপ বর্জ্য পদার্থ মল হিসেবে নির্গত করে। 


বিশেষ কৌশল:  সাপ তাদের খাদ্য হজমের জন্য বিশেষ কৌশল ব্যবহার করে, যেমন শিকারকে পুরো গিলে ফেলা, শক্তিশালী পেটের অ্যাসিড এবং এনজাইম ব্যবহার করা, এবং দ্রুত হজম প্রক্রিয়া। 


সাপের মুখের আরও একটি বিশেষ চরিত্র হল এটি প্রয়োজনে অনেক বড় হতে পারে। সাপের চোয়াল নিজের শিকারকে গিলে খাওয়ার জন্য মুখের প্রতিটি পেশীকে প্রসারিত করে দেয়। ফলে সেখান থেকে সাপ অতি সহজেই নিজের শিকারকে গিলে ফেলে। সেখানে সাপের মুখের দাঁতের কোনও ভূমিকাই থাকে না। সাপের পেটের অ্যাসিড খাবারকে অতি দ্রুত হজম করে তাকে স্বস্তি দেয়।