আজকাল ওয়েবডেস্ক: প্রকৃতি থেকে মানুষ বহুবার নানা ধরনের বিকল্প শক্তি তৈরি করেছে। তবে আমাদের দেহেও রয়েছে প্রকৃতির নানা শক্তি। যদি সেগুলিকে সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সেখান থেকেও তৈরি হতে পারে নানা ধরনের শক্তি। বর্তমান বিশ্বে বিদ্যুৎ একটি অতি দরকারি শক্তি। একে তৈরি করতে অনেক সময় নদীর জলে টারবাইন ঘোরানো হয়, আবার কখনও তা প্রবল হাওয়াকে কাজে লাগানো হয়। তবে সামান্য পায়ে হাটা থেকে তৈরি হবে বিদ্যুৎ, এটা তো না দেখলে বিশ্বাস করা যায়না।
জাপান বরাবরই একটি আবিষ্কারক দেশ। তারা প্রতিদিন নিজেদের মতো করে বিভিন্ন শক্তিকে কাজে লাগিয়ে থাকে। তারাই এবার পায়ে হাটা থেকে তৈরি করে ফেলল বিদ্যুৎ শক্তি। তাদের দেশের বিভিন্ন ব্যস্ত শহরে তারা ফুটপাতের টাইলের নিচে এক ধরণের স্প্রিং বসিয়ে দিয়েছে। সেখানে পা পড়লেই সেটা খানিকটা নিচের দিকে চলে যাবে। তবে এই নিচের দিকে চলে যাওয়ার ফলেই যে চাপ তৈরি হবে সেখান থেকেই তৈরি হবে বিদ্যুৎ।
জাপানের একটি প্রতিষ্ঠান এই বিশেষ শক্তি তৈরি করতে কাজ করেছে। মাটির সঙ্গে বসানো থাকে এই মেশিনগুলি। সেখানে পা দিতেই সেখান থেকে এক ধরণের চাপ তৈরি হয়ে থাকে। এরপর সেখান থেকেই তৈরি হয়ে যায় বিদ্যুৎ। দেখা গিয়েছে প্রতিদিন যে পরিমান মানুষ রাস্তার হাটাচলা করেন তাকে যে পরিমান বিদ্যৎ তৈরি হয় তা দিয়ে বহু ঘরে আলো-পাখা চালানো যাবে।
জাপান তাদের শহরে একটি নির্দিষ্ট এলাকায় এই ধরণের টাইল বসিয়ে রেখেছে। সেখান দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ চলাচল করেন। ফলে সেখান থেকে প্রতিদিন প্রচুর বিদ্যুৎ নিজে থেকেই তৈরি হয়ে যায়। শুধু রাস্তায় নয়, জাপান এবার এই টাইলগুলিকে বিভিন্ন শপিং মল, বিমানবন্দর, প্রশাসনের বিভিন্ন ভবনে লাগানোর কথাও ভাবছে। ফলে পরিবেশ রক্ষার সঙ্গে তারা বিকল্প বিদ্যুৎ তৈরিতেও কাজ করছে।
জাপানের এই প্রযুক্তি এবার অন্য দেশও ব্যবহার করতে চাইছে। যত দিন অতিবাহিত হয়েছে ততই পৃথিবীর ভান্ডার ফুরিয়ে আসছে। সেদিক থেকে দেখতে হলে যদি এই ধরণের বিকল্প ব্যবস্থা করা যায় তাতে উপকার হবে সবারই। তৈরি হবে কার্বনমুক্ত সমাজ।
