আজকাল ওয়েবডেস্ক: বসের অত্য়াচারে ভয়ানক কাণ্ড ঘটিয়ে বসলেন কর্মী। পা ভেঙেছিল ওই কর্মীর। বস সেই কথা শুনেও বলেছিলেন, অফিস আসতেই হবে। দু'সপ্তাহ আগে কাজে যোগ দেওয়া সেই কর্মী এই আদেশ শুনে যা করলেন, তাতেই চমকে গিয়েছেন অনেকে।
কর্মীর নাম বেন আসকিন্স। তিনি এখনকার অফিসের কর্মসংস্কৃতি সম্পর্কে বলতে গিয়ে এই গোটা ঘটনা নিয়ে পোস্ট করেন। তাঁর শেয়ার করা কথোপকথনটি বসের বার্তা দিয়ে শুরু হয় -  'আমাকে বলা হয়েছে যে তুমি আগামিকাল তোমার শিফট করতে পারবে না, কী হয়েছে?' কর্মচারীর উত্তর, 'বাইক থেকে নামতে গিয়ে আমার পা ভেঙে গেছে। আমি এই মুহূর্তে হাসপাতালে আছি।' বস উত্তর দেন, 'হ্যাঁ! এটা শুনে সত্যিই খারাপ লাগছে। তুমি কখন ফিরে আসবে বলে মনে করছ?'
 
 কর্মচারী ব্যাখ্যা করেন যে ডাক্তার কয়েকদিন বিছানায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।  সহানুভূতির পরিবর্তে, বস বলেন, শুক্রবারের শিফটে তাঁকে দরকার। এমনকি অফিসে হাজির হওয়ার জন্য জোর করেন , পরিবর্তে তাকে চেয়ার এনে দেওয়ার কথাও বলেন৷ কর্মচারী যতই তাকে বোঝানোর চেষ্টা করেন তাঁর  পরিস্থিতি, সহানুভূতি তো দূর, কথা শুনেই উল্টে চাপ দিতে থাকেন বস৷ এমনই কথপোকথনের   শেষে নিরুপায় হয়ে সেই কর্মচারী পদত্যাগের কথা বলেন। 
অনলাইনে প্রকাশ করা ভিডিওর ক্যাপশনে আস্কিন্স লিখেছেন, 'তোমার পা ভেঙে গেলে তুমি ভয় পেও না, আমি তোমাকে চেয়ার দেব?' মন্তব্যের অংশে, অনেকেই কর্মচারীর পক্ষে দাঁড়িয়ে তাঁর পদত্যাগ করার জন্য প্রশংসা করেছেন। অন্যরা তাদের নিজস্ব কর্মক্ষেত্র থেকে একই রকম অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এমনই হওয়া উচিত ছিল'। অন্য একজন যোগ করেছেন, 'একদম নিখুঁত প্রতিক্রিয়া।' কেউ কেউ মন্তব্য করেছেন, 'চাকরিটি ছেড়ে দিন। একেবারেই হাস্যকর।' মোদ্দাকথা, কর্মক্ষেত্রের নিষ্ঠুরতা ফুটে উঠেছে এই ঘটনায়।
সম্প্রতি বেঙ্গালুরুর একজন প্রযুক্তিবিদ কর্মক্ষেত্রে ক্রমাগত চাপ এবং ক্লান্তির পরে ছেড়ে দেন চাকরি । ভিডিও কলে কান্নায় ভেঙে পড়েন। কোনো এক প্রকল্পের বিষয়ে স্পষ্ট নির্দেশনা চেয়েছিলেন তিনি। এই তাঁর দোষ।
