আজকাল ওয়েবডেস্ক: জীবন যেমন কারও হাতে থাকে না। ঠিক তেমনই মৃত্যুর রশি কার হাতে থাকে কেউ জানে না। নিউইয়র্কের ৯৫ বছরের এক মহিলার সঙ্গে ঘটল একটি অবাক করা ঘটনা। তিনি তার জীবনে বহু ভালো দিন দেখেছেন। সেখানে রয়েছে বহু খারাপ দিনও। তিনি ইউক্রেনের নাজি অভ্যুত্থান দেখেছেন, চেরনোবিলে ভয়ঙ্কর দিন দেখেছেন, করোনাকালও দেখেছেন। 


তবে এতকিছু থেকে নিজেকে বাঁচানোর পরও হঠাৎ করে তার মৃ্ত্যু ঘটে গেল। নিজের বাড়ির কাছেই একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এই বৃদ্ধা। তার পায়ে গুরুতর আঘাত লাগে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাকে আর বাঁচানো যায়নি। এমনটাই জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। 

 


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিজের বাড়ির সামনে থেকে রাস্তা পার করছিলেন বৃদ্ধা। তার সঙ্গে ছিলেন এক আত্মীয়। ঠিক তখনই তাকে হঠাৎ ধাক্কা মারে একটি গাড়ি। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। যদিও গাড়ির চালককে ধরতে পারেনি পুলিশ। তার খোঁজ চলছে।

 


মায়া গিল নামের ওই বৃদ্ধা ইউক্রেনের বাসিন্দা। তিনি কিভে চলে আসেন ১২ বছর বয়সে। সেই সময় তার সঙ্গে ছিলেন তার মা। তাকে ঘিরে তৈরি হয়েছিল তার পরিবার। গোটা এলাকায় সকলেই তাকে শ্রদ্ধা করতেন। এলাকার প্রতিটি কাজের সঙ্গে তিনি যুক্ত থাকতেন। তবে জীবনের এই মোড়ে এসে তাকে বেঘোরে হারাতে হল প্রাণ। কঠিন সময়ে লড়াই করলেও এক নিমেষে চলে গেল প্রাণ। 


তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে বহু চড়াই উতরাই পেরিয়ে তিনি নিজেকে সুস্থ রেখেছিলেন। এমনকি করোনা হওয়ার পরও তিনি সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। তবে এভাবে তার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।