আজকাল ওয়েবডেস্ক: প্রয়োজনে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। এমনই দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। 'ইউএসএ টুডে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। হঠাৎ কেন প্রেসিডেন্টের কুর্সিতে বসার কথা বলছেন ভ্যান্স? কী হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের?

প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে বরাবরই নানা জল্পনা। সাক্ষাৎকারে ৪১ বছর ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যের কোনও সমস্যা নেই। তিনি বাকি মেয়াদও পালন করবেন এবং আমেরিকান জনগণের জন্য দারুণ কাজ করবেন।" একই সঙ্গে তিনি বলেছেন, "তবে ঈশ্বর না করুন যদি কোনও ভয়াবহ দুর্ঘটনা ঘটে, আমি তার জন্য প্রস্তুত। গত ২০০ দিনে আমি যে অভিজ্ঞতা পেয়েছি, তা বিশেষ 'অন-দ্য-জব ট্রেনিং'।"

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে সাক্ষাতে ট্রাম্পের হাতে আগাতের চিহ্ন ধরা পড়ে। এরপর থেকেই ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। তার মাঝেই ভ্যান্সের মন্তব্য নতুন করে চর্চা শুরু হল।

যদিও হোয়াইট হাউস বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্টের হাতে কালো কালশিটের মতো দাগ আসলে ঘন ঘন ও শক্ত করে হাত মেলানোর কারণে হয়েছে। এছাড়াও রয়েছে অ্যাসপিরিন সেবনের প্রভাবে হয়েছে। 

হোয়াইট হাউসের চিকিৎসক ডা. শন বারবাবেলা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের 'ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি' ধরা পড়েছে। এই রোগ ৭০ বছরের ঊর্ধ্বে অনেকের মধ্যেই দেখা যায়। তবে এটা সাধারণত কোনও ক্ষতি করে না। 

আরও পড়ুন- বুমেরাং ট্রাম্পের কৌশল, ভারতকে শায়েস্তা করতে গিয়ে কোন কোন পণ্যে পকেট ফাঁকা হওয়ার জোগাড় মার্কিনিদের?

চলতি জানুয়ারিতে ৭৮ বছর সাত মাস বয়সে, ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন। মার্কিন ইতিহাসে তিনিই সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট। তাঁর পূর্বসূরী জো বাইডেন ২০২১ সালে দায়িত্ব গ্রহণের সময় ৭৮ বছর দুই মাস বয়সে ছিলেন।

উল্লেখ্য, ট্রাম্প, চলতি মাসের শুরুতে তাঁর ডেপুটি ভ্যান্সকে মাগা আন্দোলনের "সম্ভবত" উত্তরাধিকারী বলে অভিহিত করেছিলেন। কিন্তু ভাইস প্রেসিডেন্ট ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে বসার পরিকল্পনা সম্পর্কে জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়েছেন।

ভ্যান্স হোয়াইট হাউস সাজানোর ক্ষেত্রে ট্রাম্পের "অনন্য স্টাইল" সম্পর্কেও মন্তব্য করেছেন। বলেছেন যে- ওভাল অফিসকে নতুন করে সাজানোর প্রেসিডেন্টের বাবনা ও পদ্ধতি তাঁর বেশ পছন্দের।

সাক্ষাৎকারে ভ্যান্স জানুয়ারিতে প্রথমবারের মতো হোয়াইট হাউসে প্রবেশের কথা তুলে ধরেন। বলেন, "সেটি এক আশ্চর্যজনক অভিজ্ঞতা। অফিসের জাঁকজমক, অবিশ্বাস্য ইতিহাস দেখে আমি অভিভূত হয়েছিলাম। কিন্তু যদি আমি সত্যি কথা বলি, তখন ছিল মাঝামাঝি শীতকাল, পর্দাগুলি বন্ধ ছিল। ফলে খুব অন্ধকার ছিল। এক ধরণের অন্ধকার এবং বিষণ্ণ অনুভূতি ছিল। এটি মুক্ত বিশ্বের নেতার কর্মক্ষেত্র। এটি আরও উজ্জ্বল হওয়া উচিত। প্রেসিডেন্ট অফ্সটিকে যেভাবে সাজিয়েছেন তা আমি পছন্দ করি।"