আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার এক ভার্চুয়াল ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন। তিনি ইউনুসকে “স্বার্থান্বেষী সুদখোর” বলে অভিহিত করে অভিযোগ করেন, তিনি ক্ষমতার লোভে বিদেশি শক্তির সঙ্গে মিলে বাংলাদেশের সর্বনাশের ছক এঁকেছেন।

ভারতে নির্বাসিত অবস্থায় থাকা হাসিনা বলেন, “দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। আমরা যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো বানিয়েছিলাম, তা পুড়িয়ে ফেলা হচ্ছে। ইউনুস কি এর জবাব দিতে পারবেন?”

আবু সাইয়েদের মৃত্যু নিয়েও প্রশ্ন তোলেন হাসিনা। কোটা সংস্কার আন্দোলনের মুখ হয়ে ওঠা এই ছাত্রনেতা গত বছর পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন। হাসিনা দাবি করেন, “পুলিশ শুধু রাবার বুলেট ব্যবহার করেছে, ধাতব গুলি নয়। তাঁর মাথায় পাথর লেগেই মৃত্যু হয়েছে।” তিনি বলেন, ৭.৬২ মিমি গুলির উৎস খুঁজতে গিয়ে এক কর্মকর্তা বদলি হন কারণ ইউনুস নিজেই এই হত্যাকাণ্ডে জড়িত।

হাসিনা বলেন, “শিল্প-কারখানা বন্ধ হচ্ছে, আওয়ামী লীগ নেতাদের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, পুলিশ হত্যা করা হচ্ছে আর নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এই ফ্যাসিস্ট ইউনুস আমাদের দেশকে ধ্বংস করছে।”

অবস্থানের অবনতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “হাসপাতাল, হোটেল, কৃষি—সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। দেশের জনগণের জীবিকা বিপন্ন। আমি চুপ করে থাকতে পারি না।”

হাসিনার এই বক্তব্য তাঁর দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রচারিত হয়। ঢাকা তাঁকে ফেরাতে আপ্রাণ চেষ্টা করছে।