আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে চলছে হইচই! ব্রিটেনের দুই জন গণিতবিদ এমন এক গাণিতিক রহস্য ভেদ করেছেন, যা লটারির ইতিহাসে সৃষ্টি করেছে তীব্র আলোড়ন। ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের ডঃ ডেভিড স্টুয়ার্ট ও ডঃ ডেভিড কুশিং দাবি করেছেন — মাত্র ২৭টি নির্দিষ্ট লটারি টিকিট কিনলেই আপনি অবশ্যই জিতবেন! হ্যাঁ, ঠিকই পড়েছেন। তবে একটু ধোঁকা আছে — এই জয় মানে কিন্তু সব সময় কোটি টাকার জ্যাকপট না। কখনও হতে পারে একটা ফ্রি টিকিট বা ছোটখাটো পুরস্কার। তবুও, ‘না জেতার’ অভিশাপ থেকে মুক্তির গ্যারান্টি দিচ্ছে এই রহস্যময় গাণিতিক পদ্ধতি।
ব্রিটেনের ন্যাশনাল লটারিতে ১ থেকে ৫৯ সংখ্যার মধ্যে ৬টা নম্বর বেছে নিতে হয়। স্টুয়ার্ট ও কুশিং দেখিয়েছেন—বিশেষ এক গাণিতিক কৌশল (ফাইনাইট জিওমেট্রি) দিয়ে ২৭টি এমন টিকিট তৈরি করা যায়, যেখানে প্রত্যেকটি ৬টি নম্বরের সমন্বয়ে গঠিত, কিন্তু মিলিয়ে তারা পুরো ৫৯টি সংখ্যাকেই কভার করে। ফলে ড্রতে যেকোনো ২টি নম্বর এলেই অন্তত একটিতে মিল হবেই। ডঃ কুশিং বলেন, “২৬টি টিকিটে এমন নিশ্চয়তা নেই। ঠিক ২৭টিই সেই ম্যাজিক নাম্বার!”
এই গবেষণা প্রকাশের পর, ব্রিটেন ছাড়িয়ে বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে অভাবনীয় উত্তেজনা। হাজারো মানুষ ঝাঁপিয়ে পড়েছে সেই ২৭টি ম্যাজিক নম্বর খুঁজতে, কেউ নিজের ভাগ্য বদলাতে, কেউবা শুধু যাচাই করে দেখতেই। তবে মনে রাখবেন, এটা কোনো 'জ্যাকপট ফিক্সিং' নয়। শুধু কিছু না কিছু জেতার গ্যারান্টি দেয়। বড় অঙ্কের টাকা পেতে এখনো চাই ভাগ্য, আর হয়তো একটু আশীর্বাদ!
