আজকাল ওয়েবডেস্কঃ এ কি কাণ্ড ঘটালেন বৃদ্ধা। ৯২ বছরেও নিমেষে টপকে ফেললেন সাত ফুট উঁচু গেট। তাও আবার মাত্র ২৪ সেকেন্ডে। তাঁর এই কাণ্ড তাক লাগিয়েছে নেটপাড়ায়।
তবে প্রশ্ন হল কেন তাঁকে এই বয়সে এসেও টপকাতে হল গেট? জানা গিয়েছে, ওই বৃদ্ধা পূর্ব চিনের বাসিন্দা। মস্তিস্কের জটিল রোগে আক্রান্ত তিনি। সেকারণেই বেসরকারি হাসপাতালে ভর্তি রাখা হয় তাঁকে। হাসপাতালের পরিবেশ তাঁর ভাল লাগেনি। বেরিয়ে আসতে চেয়েছিলেন সেখান থেকে। তাই চম্পট নিতে তিনি টপকে ফেললেন হাসপাতালের উঁচু গেট। যার দৈর্ঘ্য প্রায় ৭ ফুট। বৃদ্ধা আচমকাই নিখোঁজ হয়ে যাওয়ায় হাসপাতাল জুড়ে তাঁর তল্লাশি শুরু হয়ে যায়। বৃদ্ধার খোঁজে হাসপাতালের তরফে চারটি গাড়িও পাঠানো হয়। প্রায় ২৫ মিনিট পর তাঁকে হাসপাতালের নিকটবর্তী জায়গা থেকে উদ্ধার করা হয়।
বৃদ্ধার সেই গেট টোপানোর দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে অবাক নেটিজেনরা। এই ঘটনাটি গতবছরের হলেও সম্প্রতি তা ভাইরাল হয়েছে। ভিডিওটিতে লাইক এবং ভিউয়ে ভরে গিয়েছে। কমেন্টে বৃদ্ধার এই বয়সেও শারীরিকভাবে কতটা ফিট তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অনেকেই।
