আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব উষ্ণায়নের জেরে প্রতিটি দেশ এখন বেশ চাপে রয়েছে। এতদিন ধরে তারা যে দূষণ ছড়িয়েছে এবার তাকে সুদে-আসলে ফেরত দিচ্ছে প্রকৃতি। এবার নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে পৃথিবীর ডুবন্ত শহরের তালিকা। সেখান থেকে দেখা গিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ দ্রত গতিতে জলের তলায় চলে যাবে। জলের স্তর প্রতি বছরেই বাড়ছে। ফলে সেখান থেকে দেখতে হলে এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব হিসাবেই মনে করছে সকলে।
ভেনিসকে প্রথমে টার্গেট করেছিলেন বিজ্ঞানীরা। তবে এবার তাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে জাকার্তা। এখানে প্রচুর মানুষ বাস করেন। এবার এই শহরটি যে ধীরে ধীরে জলের নিচে চলে যাচ্ছে সেকথা জানিয়ে দিলেন বিজ্ঞানীরা। আগামী ১০ বছরের মধ্যেই জাকার্তা জলের নিচে চলে যাবে বলেই মনে করা হচ্ছে।
সমীক্ষা থেকে দেখা গিয়েছে যেখানে ভেনিস বছরে ০.০৮ ইন্চি জলের নিচে যাচ্ছে সেখানে জাকার্তা বছরে ১ থেকে ১৫ সেন্টিমিটার জলের নিচে চলে যাচ্ছে। জাকার্তার কয়েকটি অংশ তো আরও দ্রুত গতিতে জলে চলে যাচ্ছে বলেই খবর মিলেছে। জাকার্তা হতে পারে বিশ্বের প্রথম শহর যে জলের নিচে চলে যাবে। এখানকার ৪০ শতাংশ জমি ইতিমধ্যেই সমুদ্র তলের নিচে চলে গিয়েছে। বিজ্ঞানীরা অনুমান করছেন আগামী ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যে গোটা জাকার্তা শহরটি জলের নিচে চলে যাবে।
শুধু সমুদ্রের জলের স্তর বৃদ্ধি জাকার্তার ডুবে যাওয়ার প্রধান কারণ হবে না। এখানকার ভৌগলিক পরিবেশ বদলে গিয়েছে মানুষের কারসাজিতে। তারও বড় প্রভাব পডেছে এই শহরে। এখানে প্রতি বছর জনসংখ্যা যে হারে বেড়েছে সেইমতো তৈরি হয়েছে প্রচুর বাড়ি। ফলে পরিবেশের দিকে তারা ফিরে তাকায়নি। মাটির তলা থেকে মাত্রাতিরিক্ত জল তোলার ফলে সেখানকার অবস্থা খারাপ হয়েছে। প্রচুর জলের অপচয়ের ফলে এখানকার বাসিন্দাদের সামনে এখন পানীয় জল একটি বড় সঙ্কট।
জাকার্তার গ্রামগুলি এখন বদলে গিয়েছে বিশার বাড়িতে। তৈরি হয়েছে কংক্রিটের জঙ্গল। তৈরি হয়েছে বড় বড় রাস্তা। ফলে সেখান থেকে পরিবেশের দিকটি একেবারে নজরে রাখা হয়নি। সমুদ্রের জলের স্তর ধীরে ধীরে তখন বাড়ছিল। তবে কেউ সেবিষয়ে বিশেষ নজর দেয়নি। এবার তাদের সামনে ভয়াবহ বিপদ ঘনিয়ে এসেছে। যদি আগামী ২০ বছরের মধ্যে এই শহরটি হারিয়ে যায় তাহলে এখানকার বাসিন্দারা কোথায় যাবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
বিশ্বের অন্যতম উন্নত দেশের তালিকায় রয়েছে জাকার্তা। তাদের শিল্প থেকে শুরু করে আধুনিক জীবন সবেতেই রয়েছে আধুনিকতার ছোঁয়া। তবে যেভাবে এই দেশটি জলের নিচে ধাবিত হচ্ছে তা বিশ্বের বাকি দেশগুলির কাছে বিরাট বিপদের বার্তা নিয়ে এসেছে। বিশ্ব উষ্ণায়ন যে পৃথিবীকে গ্রাস করেছে সেকথা আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। এবার তার প্রভাব দেখবে সকলে। একে আটকানো এখন অসম্ভব।
