আজকাল ওয়েবডেস্ক: প্রতিদিন যারা জল অপচয় করেন তাদের কাছে বিরাট বিপদের খবর। তবে এই খবরটি সকলের কাছেই বিপদ নিয়ে আসবে।
পানীয় জল আমাদের সকলের লাগে। একে ছাড়া আমরা বিরাট সমস্যায় পড়ে যাব। গোটা বিশ্বজুড়ে পানীয় জলের যে সমস্যা আগামীদিনে তৈরি হবে তা নিয়ে এখনও চিন্তায় পড়ে গিয়েছেন গবেষকরা। বিশ্ব উষ্ণায়ন, প্রচুর পানীয় জলের অপব্যবহারের ফলে জলের অভাব ঘটাচ্ছে বিশ্বজুড়ে। পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যে জলের অভাব টের পাওয়া গিয়েছে।
এটা সকলের জানেন পৃথিবীর ৭১ শতাংশ জল রয়েছে। তবে তার মধ্যে মাত্র ২.৫ শতাংশ জল পানের যোগ্য। এই স্বচ্ছ পানীয় জলকে যদি সঠিকভাবে ব্যবহার এবং সংরক্ষণ না করা যায় তাহলে আগামীদিনে পানীয় জল নিয়ে মারামারি লেগে যাবে। বেশিরভাগ পানের যোগ্য জল বরফের আকারে রয়েছে। এগুলি দ্রুত গলতে শুরু করেছে।
বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে পানীয় জলের সমস্যা তৈরি হতে শুরু হয়েছে। ইউনেসকোর পক্ষ থেকে বলা হয়েছে দ্রুত যদি জলের অপচয় বন্ধ না করা যায় তাহলে খুব বেশি দেরি নেই যেখানে পানীয় জল মিলবে না। গবেষণা থেকে দেখা গিয়েছে বিগত ৪০ বছরে পানীয় জলের পান ১ শতাংশ হারে কমেছে। তাহলে বাকি যে ২.৫ শতাংশ জল রয়েছে সেটা কমতে কতটা সময় লাগতে পারে। জলের যদি এই হারে অভাব হতে শুরু করে তাহলে প্রতিটি মানুষ পানীয় জল পেতে গিয়ে হিমসিম খাবে। সেখানে মাটির নিচ থেকে গভীর কূপ খনন করেও পানীয় জল মিলবে না।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি পত্রিকা থেকে দেখা গিয়েছে ৪.৪ বিলিয়ন মানুষ বিশ্বে সঠিক মাপের পানীয় জল পাচ্ছে না। তারা দূষিত জল পান করেই বেঁচে থাকছেন। ফলে তাদের দেহে নানা ধরণের রোগ বাসা করছে। এই পরিস্থিতি যদি আগামীদিনে প্রতিটি ক্ষেত্রে তৈরি হয়ে যায় তাহলে আগামী ১০০ বছরের মধ্যেই পানীয় জলের ভাণ্ডার শেষ হয়ে যাবে। তাই হাতে আর বেশি সময় নেই।
