আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কের মূল ভিত্তি হল শ্রদ্ধা ও বিশ্বাস। একবার বিশ্বাস ভাঙলে, সম্পর্কের ভাঙন শুরু হয়ে গেছে। সেই সম্পর্ক টিকিয়ে রাখাও মুশকিল। যেমন, এক তরুণীর বিশ্বাস ভাঙেন তাঁর প্রেমিক। দিনের পর দিন মিথ্যে কথা বলা এবং প্রচারণা করেছেন যুবক। প্রেমিকের কুকীর্তি জন্মদিনের আগেরদিন জানতে পারেন তরুণী। সঙ্গে সঙ্গে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন। 

 

সম্পর্ক ভাঙার পরদিন উপহার দিয়ে তরুণীর মন ভাল করার চেষ্টা করেছিলেন প্রেমিক। এমন উপহার, যা তিনি কখন ভুলবেন না। কিন্তু সেই সম্পর্কের ভাঙন তরুণীর ভাগ্য বদলে দিল। এটা আর পাঁচটা সাধারণ মন ভাঙা ও সম্পর্কের ভাঙার কাহিনি থাকল না। এটি ছিল ওই তরুণীর ভাগ্য বদলের কাহিনি। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডে। সম্পর্ক ভাঙার ঠিক পরেরদিন লাখপতি হন তরুণী। তাঁর ব্যাঙ্কে প্রায় ১২ লক্ষ টাকা ঢোকে। মেসেজে সেটি দেখতে পান। মন ভাঙার বদলে আনন্দে লাফিয়ে ওঠেন তিনি। প্রতারক প্রেমিককে বিদায় জানানোর পরেই যে তাঁর ভাগ্য বদলে যাবে, সেটি ছিল কল্পনাতীত। তাই মন খারাপের বদলে, রাতারাতি লাখপতি হওয়ার জন্য উদযাপনে মেতে ওঠেন তিনি। 

আরও পড়ুন: একেই বলে কুমাতা! ৯ বছরের মানসিক ভারসাম্যহীন মেয়েকে বাড়ি তাড়িয়ে দিলেন মা, ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা

জনপ্রিয় পডকাস্ট শো 'গার্লস ওভারহেড'-এ এই তরুণীর কাহিনি শোনানো হয়। জানা গেছে, জন্মদিনের আগেরদিন তরুণী জানতে পারেন, তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে ফ্লার্ট করেন প্রেমিক। প্রায়ই মেসেজে কথা হয় তাঁদের। সেখানে খুনসুটিও ধরা পড়েছে। চিটিংয়ের বিষয়টি জানতে পেরেই প্রেমিকের সঙ্গে ঝামেলা শুরু করেন তরুণী। জানিয়ে দেন, তিনি আর এই সম্পর্কে থাকবেন না। এদিকে ফ্লার্টিং করার বিষয়টি অস্বীকার করে যান যুবক। 

জন্মদিনের আগেরদিন মন ভাঙার পর, প্রেমিকের বাড়িতে গিয়ে নিজের জিনিসপত্র আনতে যান তরুণী। সেখানেই তাঁকে একটি বড় ব্যাগে জন্মদিনের শুভেচ্ছা বার্তা, কয়েকটি উপহার তুলে দেন প্রেমিক। কে জানত, সেই ছোট ছোট উপহারের মধ্যেই লুকিয়ে ছিল আরও আরও বড় উপহার। 

 

বাড়িতে ফিরে একে একে গিফটের বাক্স খুলে দেখতে শুরু করেন তরুণী। একটি বাক্সের মধ্যে লটারির টিকিট দেখতে পান। সেই টিকিট থেকে ১১ লক্ষ ৬২ হাজার টাকা জেতেন তরুণী। যা দেখেই চক্ষু চড়কগাছ তাঁর। সঙ্গে সঙ্গে প্রেমিককে মেসেজ পাঠান, 'ধন্যবাদ'। ব্যস! তারপরেই ঘুরে গেল খেলা। 

 

তরুণী জানিয়েছেন, সেদিনের পর আর প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেননি তিনি। ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা তুলে স্বপ্নপূরণ করেন। নিজের জন্য নতুন একটি বাড়ি কেনার তোড়জোড় করেন। লটারিতে জেতা সেই টাকা দিয়ে বাড়ির খানিকটা ঋণ তিনি শোধ করেন। বর্তমানে বাড়ি তৈরির কাজেই ব্যস্ত তিনি। শীঘ্রই নতুন বাড়িতে নিজের মতো সাজিয়ে থাকতে শুরু করবেন। 

 

পডকাস্টে ওই তরুণী এও জানিয়েছেন, কখন কোন ঘটনা যে আশীর্বাদের মতো হয়ে ওঠে কেউ জানতে পারেন না। সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু সেই কষ্ট স্থায়ী হয়েছিল মাত্র কয়েক ঘণ্টা। প্রেমিকের পাঠানো উপহারের মধ্যেই ছিল লাখপতি হওয়ার সুযোগ। সম্পর্ক ভাঙার পর নতুন অধ্যায় শুরু হয়েছে তাঁর। এখন আর পিছনে ফিরে তাকান না। লাখ লাখ টাকা দিয়ে নিজের স্বপ্নপূরণে ব্যস্ত।