আজকাল ওয়েবডেস্ক: চীনে বাড়ি কেনা জীবনের অন্যতম বড় খরচের সিদ্ধান্ত হিসেবে ধরা হয়। ক্রমবর্ধমান বাড়ির দামের কারণে অনেক তরুণ-তরুণীই জীবনে অন্তত একবার নিজের ঘর কেনার স্বপ্ন পূরণ করতে হিমশিম খান। এমনই প্রেক্ষাপটে সম্প্রতি এক তরুণীর অবিশ্বাস্য কাণ্ড চীনের সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন তুলেছে।

 

ঘটনার সূত্রপাত জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম তিয়ান ইয়্যা ই দু ফোরামে প্রকাশিত এক ব্লগ পোস্ট থেকে। ‘প্রাউড কিয়াওবা’ নামের এক ব্লগার সেখানে সহকর্মী এক তরুণীর গল্প শেয়ার করেন। মিডিয়ায় যার ছদ্মনাম দেওয়া হয়েছে ‘শিয়াওলি’।

 

শেনঝেন শহরের বাসিন্দা শিয়াওলি নাকি একসঙ্গে ২০ জন প্রেমিককে প্রতিজন একটি করে নতুন আইফোন ৭ কিনে দিতে রাজি করান। এরপর তিনি সব ফোন বিক্রি করেন মোবাইল রিসাইক্লিং কোম্পানি হুই শৌ বাও-এর কাছে। প্রতিটি ফোনের দাম ধরা হয় ৬,০০০ ইউয়ান (প্রায় ৭২৫ পাউন্ড)। এভাবে মোট ১,২০,০০০ ইউয়ান (প্রায় ১৪,৫০০ পাউন্ড) হাতে পান শিয়াওলি, যা দিয়ে তিনি গ্রামে একটি বাড়ির জন্য অগ্রিম জমা দেন।

 

ব্লগার প্রাউড কিয়াওবা লেখেন, “অফিসে সবাই হতবাক হয়ে গিয়েছিল যখন শিয়াওলি তার নতুন বাড়ি দেখিয়ে জানাল কীভাবে টাকার যোগান করেছে। কে জানে তার প্রেমিকরা এখন কী ভাবছে!”

 

শিয়াওলির পরিবার ধনী নয়। তার মা গৃহিণী, বাবা একজন অভিবাসী শ্রমিক। পরিবারের বড় মেয়ে হিসেবে বাবা-মায়ের জন্য একটি বাড়ি কেনার চাপ তার ওপর ছিল বলেই ধারণা করা হচ্ছে। তবে এই অদ্ভুত পদ্ধতিতে টাকা জোগাড় করা অনেককেই অবিশ্বাস্য লেগেছে।

 

চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েইবোতে শিয়াওলির ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ‘২০টি মোবাইল ফোনে বাড়ি’ হ্যাশট্যাগটি শীর্ষ ট্রেন্ডে উঠে আসে এবং এখন পর্যন্ত ১.৩ কোটিরও বেশি বার ব্যবহার হয়েছে।

 

সোশ্যাল মিডিয়ায় অনেকে শিয়াওলির উদ্যোগের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “আমি তো একজন প্রেমিকই খুঁজে পাচ্ছি না, আর সে একসঙ্গে ২০ জনকে রাজি করিয়েছে! তাকে থেকে শেখার দরকার।” অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে।”

 

তবে সমালোচকের সংখ্যাও কম নয়। ‘লিটল বি’ নামের এক ব্যবহারকারী লিখেছেন, “সে সবচেয়ে নির্লজ্জ মানুষ।” অনেকেই আবার সন্দেহ প্রকাশ করেছেন, পুরো ঘটনাটি নাকি কেবল হুই শৌ বাও কোম্পানির প্রচারের কৌশল।

 

এই নিয়ে বিবিসি হুই শৌ বাও-এর সঙ্গে যোগাযোগ করলে সংস্থাটি নিশ্চিত করে যে, অক্টোবরের শুরুতে তারা সত্যিই এক মহিলা গ্রাহকের কাছ থেকে ২০টি আইফোন কিনেছে এবং প্রতিটির জন্য ৬,০০০ ইউয়ান প্রদান করেছে। তবে শিয়াওলি আর কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সংবাদমাধ্যমের অতিরিক্ত মনোযোগের কারণে তার স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে, তাই তিনি চান না এই আলোচনার ধারাবাহিকতা চলুক।

 

চীনের আবাসন-সংকট ও তরুণ প্রজন্মের উপর বাড়ি কেনার চাপকে কেন্দ্র করে এই ঘটনা সমাজে নানা প্রশ্নও তুলেছে। তবে এক তরুণীর কৌশল, চাতুরী আর বিতর্কিত পদ্ধতিতে বাড়ি কেনার এই কাহিনি আপাতত সারা দেশে আলোচনার কেন্দ্রে।