আজকাল ওয়েবডেস্ক:  যদি আপনি ওয়াশিংটনের সমুদ্রতীরে ঘুরে বেড়াতে পছন্দ করেন তাহলে আপনি হঠাৎ করে দেখতে পারেন বিরাট অক্টোপাস। শুনতে অবাক মনে হলেও এটাই চরম সত্যি।


ওয়াশিংটনের সমুদ্রতীরে একদল পর্যটক নিজেদের মতো করে ঘুরছিলেন। তাদের মধ্যে কয়েকজন আবার সমুদ্র নেমে স্নান করার কাজটিও শুরু করে দিয়েছিলেন। তবে এরপরই বিরাট বিপত্তি। জলের নিচ থেকে হঠাৎ দেখা দিল বিরাট আকৃতির এই ভয়ানক অক্টোপাস। তাকে দেখেই পড়িমড়ি করে সকলে যেদিকে পারল দিল ছুট।


চলতি মাসের ৭ তারিখেই এই ঘটনাটি হয়েছে। যারা জলের মধ্যে স্নানের খেলায় মেতেছিল তারা সবথেকে বেশি ভয় পেয়ে যান। আটটি হাত দিয়ে যেন সকলের দিকে তেড়ে আসছিল এই দৈত্য অক্টোপাসটি। তবে এটিকে সামান্য তাড়া দিতেই সেটি দ্রুত জলের গভীরে চলে যায়।

 


ছবি দেখার পর বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি প্রশান্ত মহাসাগরের অক্টোপাস। এগুলি আকারে এমনতিই বিশাল হয়ে থাকে। এর এক একটি হাত প্রায় ২০ ফুটের সমান লম্বা হয়ে থাকে। ফলে এটিকে সামনে দেখলে অনেকেই ভয় পেয়ে যাবে সেটাই স্বাভাবিক। উত্তর প্রশান্ত মহাসাগরে প্রায়ই দেখা যায় এই দৈত্যকার অক্টোপাসটিকে। এদের স্বভাব অনুসারে এরা কোরিয়া থেকে শুরু করে মেক্সিকো সর্বত্র ঘুরে বেড়াতে পছন্দ করে। ফলে সেখান থেকে এদের বিচরণ অবাধ।

 


তবে এই বিরাট আকারের অক্টোপাসকে দেখে যথেষ্ট খুশি হয়েছে সামাজিক মাধ্যম। সেখান থেকে নানা ধরণের মন্তব্য এসেছে। কেউ বলেছেন, ভাল হয়েছে এটিকে কেউ ক্ষতি করেনি। অন্য আরেকদল জানিয়েছেন। হাতের কাছে এমন দৈত্য দেখার ভাগ্য সকলের হয় না। এটি ভগবানের একটি বিরাট দান। 

 


তবে এই আকারের অক্টোপাস কেন বারে বারে সমুদ্রতীরে চলে আসছে সেবিষয়ে চিন্তায় পড়েছেন সকলেই। তাহলে কী জলের নিচে সঠিক পরিবেশ তারা পাচ্ছে না যেকারণ তারা অতি দ্রুত তীরে উঠে আসছে। এরফলে খানিকটা ভয় পেয়েছেন সমুদ্র যাওয়া পর্যটকরাও।