আজকাল ওয়েবডেস্ক: জলের নিচের জগৎ সর্বদাই সকলকে নতুন দিকের সন্ধান দিয়েছে। সেখানকার পরিবেশ এমনই যে নানা ধরণের নতুন প্রাণীর সন্ধান সেখান থেকে অতি সহজেই পাওয়া যায়।
ফ্রগফিশ এক ধরনের মাছ, যারা নিজেদের চারপাশের পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে, অর্থাৎ ছদ্মবেশ ধারণ করতে পারে। এদের শরীর সাধারণত মোটা ও অমসৃণ হয় এবং এদের মুখ উপরের দিকে তাক করা থাকে। এই মাছেরা শিকার করার জন্য ছদ্মবেশ ধারণ করে ও শিকারের জন্য ওত পেতে থাকে। উইকিপিডিয়া অনুসারে তাদের শিকার করার পদ্ধতি বেশ আকর্ষণীয়।
ফ্রগফিশ তাদের আকার এবং রঙের মাধ্যমে চারপাশের পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে। এদের শরীর সাধারণত মোটা ও অমসৃণ হয় এবং এদের মুখ উপরের দিকে তাক করা থাকে। ফ্রগফিশের আকার ২.৫ থেকে ৩৮ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এরা ছোট মাছ এবং অন্যান্য জলজ প্রাণীকে শিকার করে। এদের পৃথিবীর বিভিন্ন অঞ্চলের উষ্ণ এবং গ্রীষ্মমন্ডলীয় সমুদ্রে দেখতে পাওয়া যায়। ফ্রগফিশ একটি আকর্ষণীয় এবং রহস্যময় মাছ, যারা তাদের ছদ্মবেশ এবং শিকার করার পদ্ধতির জন্য পরিচিত।
তবে ফ্রগফিশ এতদিন পর্যন্ত যেভাবে নিজেকে রেখে দিত সেখান থেকে তাদের চরিত্রে বেশ কয়েকটি বদল ঘটেছে। দেখা যাচ্ছে আগের তুলনায় শিকার ধরার ক্ষেত্রে ফ্রগফিশরা অনেক বেশি আগ্রাসী মনোভাব নিয়েছে। ফলে সেখান থেকে জলের নিচে থাকা বাকি প্রাণীরা অনেক বেশি ভয় পেয়েছে। এর ধারেকাছে গেলেই যেভাবে এরা আক্রমণ করছে তাতে বাকিরা বেশ ভীত।
গবেষকরা মনে করছেন যেভাবে এই মাছের চরিত্র বদল হয়েছে তা থেকে নতুন কোনও অশনি সঙ্কেতের ইঙ্গিত রয়েছে। তারা যে কেন হঠাৎ করে এমনভাবে পরিবর্তন হয়ে গেল সেটাই এখন বিরাট প্রশ্ন। তবে জলের তলায় এই একটি মাছের চরিত্র বদল হল নাকি বাকিদের ক্ষেত্রেও এটা হল সেটাই এখন চিন্তায় ফেলেছে গবেষকদের।
