আজকাল ওয়েবডেস্ক: একটার সঙ্গে ওপর গাড়ির ধাক্কা। আর তাতেই আগুন লেগে যায় গাড়িতে। আগুনে পুড়ে মৃত্যু হয় গাড়িতে থাকা চার ভারতীয়র। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।

 

ইতিমধ্যেই নিহতদের পরিচয় জানতে পেরেছে পুলিশ। মৃতরা হলেন আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শেখ, লোকেশ পালাচারলা ও দর্শিনী বাসুদেবন। জানা গিয়েছে, কার পুলিং অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করে বেন্টোনভাইল যাচ্ছিলেন ওই চার ভারতীয়। সেইসময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। লরির ধাক্কায় বেসামাল হয়ে পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে ওই গাড়িটি। ঘটনার জেরে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ভারতীয় আরোহীদের গাড়িটিতে। ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৪ ভারতীয়র।

 

চারজনই নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। জানা গিয়েছে, তাঁরা পরিকল্পনা করেই গন্তব্যে যাওয়ার জন্য অ্যাপের মাধ্যমে একটি গাড়ি বুক করেছিলেন। ভয়াবহ দুর্ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হয় গাড়িতে থাকা চার ভারতীয়র। পরবর্তী সময়ে মৃতদের পরিচয় জানা গেলেও দুর্ঘটনার পর দেহ সনাক্ত করতেও যথেষ্ট বিপাকে পড়তে হয় পুলিশকেও। জানা গিয়েছে, দেহ চিনতে ডিএনএ টেস্টের ওপর নির্ভর করতে হয়েছে পুলিশকে।