আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ধরা পড়েছে এক আক্রমণাত্মক ধরনের প্রস্টেট ক্যানসার, যা ইতিমধ্যেই অস্থিতে ছড়িয়ে পড়েছে। রবিবার বাইডেনের দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
শুক্রবার বাইডেনের প্রস্রাবজনিত সমস্যার পর তাঁর ক্যানসার শনাক্ত হয়। যদিও এই ক্যানসার চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “জো এই লড়াইও তাঁর দৃঢ়তা ও মর্যাদার সঙ্গে মোকাবিলা করবেন।” অপরদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি প্রায়ই বাইডেনের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলেন, তিনিও বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
৮২ বছর বয়সী বাইডেন এর আগেও স্কিন ক্যানসার ও কোলনের পলিপের চিকিৎসা করিয়েছেন। তাঁর ছেলে বো বাইডেন ব্রেন ক্যানসারে মারা যাওয়ার পর থেকেই ক্যানসার গবেষণায় তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন।
২০২২ সালে বাইডেন "ক্যানসার মুনশট" কর্মসূচি শুরু করেন, যার লক্ষ্য আগামী ২৫ বছরে ক্যানসারজনিত মৃত্যু অর্ধেক করা।
বর্তমানে বাইডেন কোনো সরকারি পদে নেই।
