আজকাল ওয়েবডেস্ক: ফ্লোরিডার ওকালা শহরে ৩৫ বছর বয়সী নার্স অ্যাক্সিস ভন ইয়েটসকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ, তার স্বামী বাড়িতে উপস্থিত থাকা অবস্থায় তিনি ১৫ বছর বয়সী সৎ ছেলের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত ছিলেন। ঘটনায় ছেলেটির আসল মা তাকে “ইনসেস্টাস পেডোফাইল” বলে অভিহিত করেছেন।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে ছেলেটি তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। অভিযোগ অনুযায়ী, ভন ইয়েটস ভুতের সিনেমা দেখার সময় ছেলেটিকে প্রলুব্ধ করেন। তিনি বলেন, “আমি উত্তেজিত বোধ করছি” এবং “দুই সপ্তাহ ধরে শারীরিক সম্পর্ক হয়নি... আমায় তৃপ্ত করো।” এরপর ছেলেটিকে অনুরোধ করেন তার জামা-কাপড় খুলতে এবং যৌন সম্পর্ক স্থাপন হয়। ঘটনাস্থলে ছেলেটির ছোট ভাইবোনরা ঘুমাচ্ছিল। ঘটনার সময় ছেলেটি দৌড়ে বাথরুমে যায় এবং ভন ইয়েটস অর্ধনগ্ন শরীর ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। কিন্তু তখনই তার স্বামী ফ্রাঙ্ক ইয়েটস বাড়িতে প্রবেশ করেন। এরপর তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন।
আরও পড়ুন: বুড়ো আঙুল ছাড়াই নিয়মিত 'হাতের কাজ' করে দেখালেন যুবক! ভাইরাল তার 'সেই কীর্তির' ভিডিও!
প্রাথমিকভাবে ভন ইয়েটসের বিরুদ্ধে পারিবারিক কর্তৃত্বে থাকা ব্যক্তির দ্বারা যৌন নির্যাতন মামলা করা হয়েছিল, যা সর্বোচ্চ আজীবন কারাদণ্ডে অবধি যেতে পারে। তবে পরে তিনি নো কন্টেস্ট (no contest) স্বীকার করে কম দায়ের অভিযোগ মেনে নেন। আদালত তাকে ১২–১৬ বছর বয়সী শিশুর বিরুদ্ধে লিউড অ্যান্ড লাসিভিয়াস ব্যাটারি ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে।
ফলস্বরূপ, তাকে দুই বছরের কারাদণ্ড, ২০০ ঘণ্টা কমিউনিটি সার্ভিস এবং জরিমানা দিতে হবে। বিচারক টিমোথি ম্যাককোর্ট বলেন, “এই সিদ্ধান্তটি ভিকটিমের পরিবারের জন্য ন্যায়সংগত।” ভিকটিমের মা বলেন, “নার্সের অমানবিক কর্মকাণ্ড আমাদের পরিবারকে ভেঙে দিয়েছে। আমার ছেলে এখনও মানসিকভাবে ভেঙে গেছে।” আদালত ভন ইয়েটসকে ছেলের সঙ্গে কোনো যোগাযোগ না রাখার নির্দেশ দেন। ঘটনার পর তার নার্সিং লাইসেন্সও বাতিল করা হয়েছে।
