আজকাল ওয়েবডেস্ক: মুম্বই হামলার ( ২০০৮ সাল) মূল চক্রী লস্কর-ই-তোইবার জঙ্গি তাহাউর রানাকে ভারতে ফেরত আনা হচ্ছে। ভারতীয় সময়ে বুধবার সন্ধ্যায় মোস্ট ওয়ানটেড এই জঙ্গিকে নিয়ে আমেরিকা থেকে বিমান রওনা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার বিকেলে ওই বিমান দিল্লিতে অবতরণ করবে। ভারতের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই ২৬/১১ হামলার ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ও 'র' আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করবে।   

সূত্র জানিয়েছে, রানাকে দিল্লির একটি আদালতে পেশ করা হতে পারে। তবে, লস্কর-ই-তোইবার এই জঙ্গিকে কখন মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে তা পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

জঙ্গি তাহাউর রানাকে ভারতে ফেরাতে মরিয়া ভারত। এনআইএ-র তিন শীর্ষ অফিসার ও তিনজন গোয়েন্দা সংস্থার অফিসার ইতিমধ্যেই প্রত্যপর্ণের আইনি কাজ সারতে আমেরিকায় আছেন। গোটা বিষয়টির উপর নজরদারি রেখেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

মার্কিন সুপ্রিম কোর্টে ৬৪ বছরের কানাডিয়ান-পাকিস্তানি ব্যবসায়ী তাহাউরের সব ধরনের আবেদন নাকচ হয়ে গিয়েছে। লস্করের এই সদস্য তাহাউর আগে পাকিস্তানি সেনাবাহিনীতে চিকিৎসকের চাকরি করত।

সূত্রের খবর, দিল্লিতে তাহাউর রানাকে জেরা করতে পারে এনআইএ। সে কারণে তিহার জেলে একটি বিশেষ গারদ এই জঙ্গির জন্য তৈরি রাখা হচ্ছে। গোটা জেলের নিরাপত্তা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। হাই সিকিউরিটি ওয়ার্ডের যে গারদে রানাকে রাখা হতে পারে তাতে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ঘরের সঙ্গেই থাকবে সংলগ্ন শৌচাগার। সর্বক্ষণ নজর রাখা হবে লস্কর-ই-তোইবার জঙ্গি তাহাউর রানাকে।