আজকাল ওয়েবডেস্ক: আপনি কতটা নিজের সঙ্গীকে পছন্দ করেন সেটা বাতলে দিতে পারে আপনার হাতে আঙুল। হঠাৎ করে যদি বিষয়টি নিয়ে ভাবেন তাহলে সেখানে আপনি অবাক হবেন সেটাই স্বাভাবিক। তবে সম্প্রতি একটি গবেষণা থেকে উঠে এসেছে এমন তথ্য।
যখন আপনি নিজের সঙ্গীর কাছে যেতে চেষ্টা করেন তখন সবার আগে সক্রিয় হয়ে ওঠে আপনার হাতের আঙুল। সেখান থেকে দেহের বাকি অংশগুলি উদ্দীপনা পেয়ে থাকে। ব্রেনের নির্দেশে দেহের বিভিন্ন অংশে তখন আসতে থাকে উত্তেজনা। তবে এই কাজটি আপনি কীভাবে সঠিকভাবে করবেন সেটা অনেকের অজানা থাকে।
ওকাহামা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে দেখা গিয়েছে মানুষের হাতের আঙুল অনেকটা ইঁদুরের মতো। তারা যেমন প্রতিটি কাজ করার আগে নিজের হাতের আঙুলকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ঠিক তেমনভাবে মানুষ নিজের সঙ্গীর কাছে যাওয়ার আগে সবার আগে তার হাতের আঙুলের ওপরই নির্ভর করে থাকে।
বায়োলজিক্যাল হিসেব অনুসারে দেখা গিয়েছে যেসব পুরুষ বা মহিলার হাতের আঙুল ছোটো তারা অনেক বেশি যৌন ক্ষমতা বা অনুভূতি সম্পন্ন হয়ে থাকেন। অন্যদিকে যাদের হাতের আঙুলের আকার অনেকটা বড় থাকে তারা অনেক কম যৌন আবেদনপূর্ণ হয়ে থাকেন।
গবেষকরা মনে করেন হাতের আঙুল হল ব্রেনের দড়ি। এটা দিয়ে সে সবার আগে কাজ করতে শুরু করে। তাই যখনই আপনি নিজের সঙ্গীর কাছে যেতে চেষ্টা করবেন তখন আপনার ব্রেন হাতের আঙুলকেই নির্দেশ দেবে কীভাবে কোন কাজটি আপনি আগে করবেন।
আপনার পছন্দের সঙ্গী যদি আপনার পাশে বসে তাহলে আপনি সবার আগে তার হাতটি ধরার চেষ্টা করেন। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা মনে করছেন আপনি নিজের সঙ্গীর হাতটি ধরার সঙ্গে সঙ্গেই তার দেহ থেকে একই ধরণের হরমোন ক্ষরণ হতে শুরু করে দেয়। সেইমতো দ্রুত নির্দেশ দেয় তার ব্রেন। ফলে সে আপনার হাত ধরার পরবর্তী পদক্ষেপটি গ্রহণ করে থাকে।
