আজকাল ওয়েবডেস্ক: তুমুল বিতর্কের মাঝেই বিগ বিউটিফুল বিল-এ সই করেছেন ট্রাম্প। ঠিক তার পরেই, এক সময়ের ট্রাম্প ঘনিষ্ঠ মাস্ক সাফ জানিয়ে দিলেন, আর নির্বাচনে ট্রাম্পের সহযোগিতা নয়, বরং এবার তাঁর বিপক্ষে লড়বেন তিনি। লড়বে তাঁর দল। আমেরিকায় প্রকাশ্যে এল ইলন মাস্ক-এর নতুন দল 'আমেরিকা পার্টি'। এই দল কবে থেকে আমেরিকার নির্বাচনে অংশ নেবে, কীই বা উদ্দেশ্য? ধনকুবের জানিয়েছেন আগামী বছরেই মার্কিন মুলুকের মিড-টার্ম-ইলেকশনে লড়াই করবে তাঁর আমেরিকা পার্টি।
আমেরিকার ২০২৪-এর ভোটে ট্রাম্পের হয়ে আগাগোড়া গলা ফাটিয়েছিলেন ইলন মাস্ক। ট্রাম ফের মার্কিন মুলুকে সরকার গড়লে, শুরুর দিকে দু' জনের সম্পর্ক ঠিকঠাক ছিল। তাতে চিড় ধরতে শুরু করে প্রেসিডেন্টের একের পর এক সিদ্ধান্তে। দু' জনের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে ট্রাম্প 'ওয়ান বিগ বিউটিফুল বিল'এর কথা ঘোষণা করার পর। শুরু থেকেই মাস্ক এই বিলের বিরোধী। বারবার প্রকাশ্যে জানিয়েছেন, এই বিল নানাভাবে আদতে ক্ষতি করবে আমেরিকারই। ট্রাম্প সেই বিল কয়েকদিনের মাথায় পাশ করে ফেলেছেন। ট্রাম্পের দাবি, এই বিল পাশ হওয়ার পর, রকেট গতিতে উন্নতি হবে আমেরিকার।
ঠিক তার পরের দিনেই, মার্কিন মুলুকের নতুন রাজনৈতিক দলকে সামনে আনলেন ধনকুবের মাস্ক। উল্লেখ্য, নতুন দল ঘোষণার আগে, ট্রাম্প সমাজ মাধ্যমে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, দেশের এই পরিস্থিতিতে মার্কিন মুলুক কি নয়া রাজনৈতিক দলের হাত ধরে হাঁটতে চায়? বিপুল সাড়া পাওয়ার পর জানিয়েওছিলেন, আপনারা নতুন দল চান, আপনারা সেটি পাবেনও।
