আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে সম্প্রতি এমন এক অদ্ভুত ও রম্য ঘটনা ঘটেছে, যা শুনলে মনে হবে যেন সিনেমার চিত্রনাট্য। ডিগ্রি নদীর তীরে ক্যাম্পিং করছিল একদল মানুষ, সেখানেই ঘটে এই মজার ঘটনাটি—এক বুনো শূকর ১৮ ক্যান বিয়ার চুরি করে পান করে মাতাল হয়ে পড়ে এবং শেষে এক গরুর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে! তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি। বিয়ারের গন্ধে আকৃষ্ট শূকরটি প্রথমে ক্যান চিবিয়ে খেয়েছে, এরপর আবর্জনার ব্যাগ চষে বেড়িয়েছে খাবারের খোঁজে। এক প্রত্যক্ষদর্শী জানান, “রাতের বেলায় হঠাৎ ক্যান চিবানোর শব্দ পেয়ে আমরা টর্চ জ্বালিয়ে দেখি শূকরটা আমাদের কুলারের পাশে ক্যানগুলো খাচ্ছে, যেন ও একটা পার্টিতে এসেছে!”

কিন্তু এরপরই ঘটনা নাটকীয় মোড় নেয়। মাতাল অবস্থায় শূকরটি এক গরুর সঙ্গে মুখোমুখি হয়। সাধারণত গরুকে আমরা শান্ত, নিরীহ প্রাণী হিসেবেই জানি। কিন্তু এই পরিস্থিতিতে গরুটি ছিল একেবারে দৃঢ় মনোভাবাপন্ন। এক ক্যাম্পার বলেন, “নদীর ধারে যারা তাঁবু ফেলে ছিলেন, তারা দেখেন শূকরটা তাদের গাড়ির চারপাশে দৌড়চ্ছে, আর পেছনে একটা গরু তাকে ধাওয়া করছে!” এক প্রত্যক্ষদর্শী বলেন, “রাতে হঠাৎই অদ্ভুত আওয়াজ পেয়ে টর্চ জ্বালিয়ে দেখতে পেলাম, এক বুনো শূকর আমাদের ক্যানগুলো চিবোচ্ছে! পুরো কেমন পার্টির মত লাগছিল ওর আচরণ।” পরে দেখা যায়, শূকরটি নেশাগ্রস্ত অবস্থায় ক্যাম্পসাইটের আশেপাশে দৌড়াদৌড়ি শুরু করে এবং এক পর্যায়ে গরুর সঙ্গে এক প্রকার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: দৌড়ে নয়, সেরার সেরা বীর্যকে বেছে নেয় ডিম্বানুই! নারীদেহের ক্ষমতা নিয়ে বৈজ্ঞানিক ধ্যানধারণার বদল

একজন ক্যাম্পার বলেন, “আমরা দেখলাম, ওই মাতাল শূকর গরুর ভয়ে গাড়ির চারপাশে দৌড়াচ্ছে, কিন্তু গরুটিকে মোটেও ভয় পাচ্ছিল না।” শেষ পর্যন্ত শূকরটি নদীতে নেমে কিছুটা সাঁতার কাটে এবং পরে এক গাছের নিচে গিয়ে শুয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, তখন তার ‘হ্যাংওভার’ চলছিল। এই রসাত্মক দৃশ্য নেটদুনিয়াতেও বেশ ঝড় তোলে। ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী মন্তব্য করেন, “পুরোটাই শুনতে লাগছে যেন আর্কানসাসে শনিবার রাত!” আরেকজন মজা করে লেখেন, “ও একদম ‘হাকুনা মাতাটা’ মুডে ছিল।” The Lion King সিনেমার জনপ্রিয় চরিত্র পুম্বা’র মতোই, এই শূকরটিও যেন সব দায়দায়িত্ব ভুলে “Hakuna Matata” ভাবনায় বুঁদ ছিল—যেন বলছিল, “কোন চিন্তা নেই!”

অস্ট্রেলিয়ায় বুনো শূকরকে একটি ‘ইনভেসিভ পেস্ট’ হিসেবে গণ্য করা হয়। এরা ফসলের ক্ষতি করে, গবাদিপশুকে রোগ সংক্রমিত করতে পারে এবং স্থানীয় প্রজাতির সঙ্গে খাদ্য প্রতিযোগিতায় লিপ্ত হয়। তাই বুনো শূকরের দেখা মিললে তা স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। একইসঙ্গে ক্যাম্পারদের বলা হয়েছে, খাবার ও মদ্যপানযোগ্য দ্রব্য সাবধানে সংরক্ষণ করতে। এটি প্রথম নয়, এর আগেও অস্ট্রেলিয়ায় বন্যপ্রাণীদের অদ্ভুত আচরণে পর্যটকরা পড়েছেন বিপাকে। তবে এই ঘটনার মতো এক মাতাল শূকরের কাণ্ড নিঃসন্দেহে বহুদিন মনে রাখার মতো।