আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' অভিযানে পাকিস্তানকে সক্রিয় সামরিক সহায়তা করেছিল চীন। গত মে মাসে ভারত-পাক সংঘাতকে বিভিন্ন অস্ত্র ব্যবস্থা পরীক্ষা করার জন্য "লাইভ ল্যাব" হিসাবে ব্যবহার করেছিল বেজিং। গত সপ্তাহেই এই অভিযোহ করেছিলেন ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। সেই নিয়েই এবার প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং। তাঁর দাবি, পাকিস্তান তাদের 'ঘনিষ্ঠ প্রতিবেশী' ফলে এই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা 'স্বাভাবিক'। তবে কোনও কিছুই কোনও তৃতীয় পক্ষকে নিশানা করা হয়নি।
জেনারেল সিংয়ের মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং সংবাদিকদের বলেন, "আপনার উল্লেখিত সুনির্দিষ্ট বিষয়গুলির সঙ্গে আমি পরিচিত নই। আমি অবশ্যই বলব যে, চীন এবং পাকিস্তান ঘনিষ্ঠ প্রতিবেশী, ঐতিহ্যবাহী বন্ধুত্ব উপভোগ করছে। প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা দুই দেশের মধ্যে স্বাভাবিক সহযোগিতার অংশ, তবে তা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়।"
পাকিস্তাকে 'ঘনিষ্ঠ প্রতিবেশী' বললেও ভারতের সঙ্গেও সম্পর্কের উন্নতি বিষয়ে মুখ খুলেছে বেজিং। চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও বলেছেন যে, ভারত-চীন সম্পর্ক "উন্নতি ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে" এবং বেজিং নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল বৃদ্ধিকে উৎসাহিত করতে আগ্রহী।
ভারত-পাকিস্তান সংঘাতের পর ফরাসি যুদ্ধবিমান রাফাযল জেটের কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে সন্দেহ প্রচার করেছিল চীন। এক্ষেত্রে তাদের দূতাবাসকে কাজে লাগিয়েছিল বেজিং। নিজেদের অস্ত্র ব্যবসা চাঙ্গা করতেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে দাবি করেছে ফরাসি গোয়েন্দা সংস্থা। তবে প্যারিস থেকে প্রকাশিত এই প্রতিবেদন সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে চাননি মাও। তিনি বলেন, "আপনি যা উল্লেখ করেছেন তার সঙ্গে আমি পরিচিত নই।
চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছেন, "ভারত-পাকিস্তানের মধ্যে যে কোনও মতবিরোধ যেন সংলাপ এবং আলোচনার মাধ্যমে মেটানো হয়, চীনের এই পুরনো অবস্থানেই আমরা অনড় রয়েছি।"
