আজকাল ওয়েবডেস্ক: ভিয়েতনামে ধ্বংসলীলা চালিয়েছে টাইফুন ইয়াগি। তিরিশ বছরে এমন ঘূর্ণিঝড়ের দেখা মেলেনি। শনিবার স্থলভাগে আছড়ে পড়ার পর ক্রমেই বেড়েছে প্রাণহানি। এখনও পর্যন্ত নিখোঁজ বহু মানুষ। ঘরছাড়া মানুষের হাহাকার ভিয়েতনাম জুড়ে। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার থেকে বুধবার পর্যন্ত ভিয়েতনামে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। টাইফুন ইয়াগির জেরে জায়গায় জায়গায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এর জেরেই অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ১২৮ জন নিখোঁজ। গত কয়েকদিনে জলের তোড়ে ভেসে গেছেন এমন অনেকের খোঁজ পাওয়া যায়নি। পরিসংখ্যান অনুযায়ী, কৃষককরাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১.৫ মিলিয়ন হাঁস, মুরগি মারা গেছে। আড়াই হাজার গরু, শুকোর মারা গিয়েছে। 

 

প্রশাসন সূত্রে খবর, টাইফুন ইয়াগির তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হানোই। বন্যা বিধ্বস্ত হানোইয়ে পনেরো হাজার মানুষ ঘরছাড়া এই মুহূর্তে। তিরিশ বছরে এমন টাইফুনের দেখা মেলেনি ভিয়েতনামে। শনিবার আছড়ে পড়ার সময় ঘণ্টায় এর গতিবেগ ছিল প্রায় ১৫০ কিলোমিটার। তুমুল ঝড়বৃষ্টির কারণে ভিয়েতনামের উত্তর দিকে ভয়াবহ বন্যা পরিস্থিতি। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামের বহু সেতু ভেঙে পড়েছে। ল্যান্ডফলের সময় ব্রিজের পাশাপাশি বহু বাড়িও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ২ লক্ষ ৫০ হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বিদ্যুৎ বিভ্রাট গোটা দেশেই। হাজার হাজার মানুষকে ঘর থেকে উদ্ধার করে অস্থায়ী ত্রাণ শিবিরে আনা হয়েছে।