আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ইংল্যান্ডে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। সূত্র মারফত জানা গিয়েছে, এক মাদকচক্র ভেঙে ফেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে একটি তোতা পাখি। পাখিটির নাম ম্যাঙ্গো। হলুদ রঙের এই পোষা তোতা পাখি তার মালিকের মাদক কারবার ফাঁস করে দেয়। আর এই তথ্য পুলিশের কাছে বড় ধরনের প্রমাণে পরিণত হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ব্ল্যাকপুল এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় স্থানীয় পুলিশ কয়েকটি বাড়িতে মাদক তল্লাশি অভিযান চালায়। এরপর বিপুল পরিমাণ হেরোইন ও কোকেন বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের হাতে আসা একটি ভিডিও ফুটেজে ম্যাঙ্গোকে মাদক ব্যবসায় ব্যবহৃত কোড শব্দ বলতে শোনা যায়। ম্যাঙ্গো বলে, 'টু ফর ২৫, টু ফর ২৫!' অর্থাৎ, 'দুটো ২৫ পাউন্ডে।' এই ধরনের শব্দ ব্যবহার সাধারণত মাদক বিক্রেতারা ক্রেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে।
প্রাথমিক তদন্তে উঠে আসে, এই চক্রের মূল হোতা অ্যাডাম গারনেট নামের এক ব্যক্তি। খবর অনুযায়ী, তিনি ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত জেল থেকেই পুরো চক্রটি চালাচ্ছিলেন। পুলিশ যখন তাঁর সেলে মোবাইল ফোন পরীক্ষা করে, তখন দেখা যায়, সেটিতে কিলো কিলো মাদকের ভিডিও, ম্যাঙ্গোর সঙ্গে অর্থ নিয়ে খেলার দৃশ্য, এমনকি মাদক কারবারিদের গান গাওয়ার ভিডিও রয়েছে।
আন্তর্জাতিক পুলিশ প্রশাসন সূত্রে খবর, অ্যাডাম গারনেট জেলে থাকাকালীন, তাঁর সেলে পাওয়া যায় একাধিক মোবাইল ফোন ও ওয়াইফাই রাউটার। এগুলোর সূত্র ধরে পুলিশ তদন্তে এগিয়ে গেলে তাঁর সহযোগীদের নামও বেরিয়ে আসে। তাঁর সহযোগীদের নাম জানা গিয়েছে, ডালবির সন্দু, শ্যানন হিলটন এবং জেসন গ্যারান্ড।
সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার জেরে দায়ের করা মামলায় এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাঁদের সম্মিলিতভাবে ১০৩ বছরের বেশি কারাদণ্ড দেয়। ল্যাঙ্কাশায়ার পুলিশ তাঁদের ফেসবুক পেজে ঘটনার বিস্তারিত প্রকাশ করে এবং জানায়, ম্যাঙ্গো যখন অভিযুক্তদের অবৈধভাবে অর্জিত অর্থ নিয়ে খেলছিল, তখন উল্লেখিত মাদকচক্রের সদস্যরা মাদক ব্যবসা নিয়ে তাঁদের মত করে গান গাইছিল ও নিজেদের অপরাধ নিয়ে গর্ব করছিল।
আরও পড়ুনঃ রোগী দেখার বদলে মদ্যপান! সরকারি হাসপাতালের করিডোরে বসে যা করলেন এই দুই নার্স......
ম্যাঙ্গোর বিস্ময়কর ভূমিকা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনা আবারও প্রমাণ করল, অপরাধের জটিল জাল উপেক্ষা করে কখনও কখনও সাহায্য আসে একেবারে অপ্রত্যাশিত দিক থেকেও। এক্ষেত্রে যেমন সেটা এল একটি কথা বলা তোতা পাখির কাছ থেকে।
আরও পড়ুনঃ ইউটিউব দেখে খুন! প্রেমিকের সঙ্গে মিলে এ কী করলেন যুবতী? সত্য ঘটনায় শিউরে উঠবেন আপনিও ...
