আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি মানুষ যারা চাকরি করেন তাদেরকে প্রতিষ্ঠানের বসের কথা মেনে চলতেই হয়। তবে বস যদি আজব নিদান দিয়ে দেন তাহলে সেখানে কোন দিকে যাবে কর্মীরা।
একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কর্মীদের প্রতি বিশেষ নির্দেশ জারি করা হল। সেখানে বলা হল কখনও বসের কল না ধরে থাকা যাবে না। এমনকি যখন আপনি ঘুমোবেন তখনও ধরতে হবে ফোন। যদি ফোনটি সাইলেন্ট করা থাকে তাহলেও ধরতে হবে ফোন।
যেকোনও সময় যদি বস ফোন করেন তাহলে সেই ফোনটি অতি অবশ্যই ধরতে হবে কর্মীদের। যদি কেউ এই নির্দেশ না মেনে চলে তাহলে তার কঠিন শাস্তি হবে। এমনকি চাকরিও চলে যেতে পারে। এই নির্দেশ পাওয়ার পরই প্রতিষ্ঠানের কর্মীদের দিনরাত ওষ্ঠাগত। তারা কখন একটু শান্তিতে থাকবেন সেটাই ভেবে পাচ্ছে না। তবে তাকে প্রতিষ্ঠানের কোনও হেলদোল নেই। সে নিজের সিদ্ধান্তে অচল।
বিষয়টি নিয়ে সরব হয়েছে নেটাজেনরা। তারা মনে করছে এভাবে যদি কাজের বাজারে প্রতিটি প্রতিষ্ঠান নির্দেশিকা জারি করতে শুরু করে তাহলে আগামীদিনে বাকিরাও এই পথে হাটবে। তখন চাকরি করাই দায় হয়ে উঠবে।
অনেকে মনে করছেন যদি প্রতিষ্ঠান এমন একটি নির্দেশিকা জারি করে তাহলে সকলের বেতন আরও বাড়ানো উচিত। যদি সারাদিন ধরেই কেউ প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত থাকে তাহলে তাদের সকলের অনেক বেশি বেতন পাওয়া উচিত। নাহলে এই ধরণের নির্দেশিকা অর্থহীন।
আবার অনেকে মনে করেন যদি কোম্পানি প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনকে সময় না দেয় তাহলে সেখানে কাজ না করাই ভাল। এমন প্রতিষ্ঠানে কাজ করার তুলনায় ঘরে বসে থেকে অন্যত্র কাজ খুঁজে নেওয়া অনেক বেশি সহজ হবে। যদি কাউকে ২৪ ঘন্টা ধরেই কাজের মধ্যে থাকতে হয় তাহলে তার সমস্ত সুখ চলে যাবে। পরদিন অফিসে গিয়ে আর কাজের কোনও এনার্জি থাকবে না তার মধ্যে।
