আজকাল ওয়েবডেস্ক: কর্মীদের বছরের শেষে বোনাস দিতে নানা সংস্থা বিভিন্ন পদক্ষেপ করে থাকে। আমরা মাঝেমধ্যেই শুনতে পাই গুজরাতের হীরে ব্যবসায়ী কর্মীদের গাড়ি উপহার হিসেবে দিয়েছে। কখনও শোনা যায় ফ্ল্যাট দেওয়া হয়েছে। বেশির ভাগ সংস্থাই কর্মীদের নগদ টাকা দিয়ে থাকে। কিন্তু কর্মীদের বোনাস দিতে এই সংস্থা যা করল তাতে চক্ষু চড়কগাছ সকলের। 

চিনের একটি ক্রেন সংস্থা একটি পার্টির আয়োজন করেছিল। সেখানেই তাঁরা ঘোষণা করেন কর্মীদের বোনাস দেওয়া হবে। কর্তৃপক্ষ সেই মতো একটি লম্বা টেবিলে থরে থরে ১১ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা) সাজিয়ে রেখেছিলেন। এর পরে তাঁরা নির্দেশ দেন কর্মীদের সেই টাকা যত খুশি নিজেদের মতো তুলে নিতে। কিন্তু শর্ত ছিল একটাই। ১৫ মিনিটে যে যত টাকা গুণতে পারবেন সেই পরিমাণ টাকাই তাঁর বোনাস। এই কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে চীনা সোশ্যাল মিডিয়া দৌইন এবং উইবো-তে। এছাড়াও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ভিডিওটি।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mothership (@mothershipsg)