আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিও। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ওই ভিডিওতে, পাকিস্তানি যুবতী যে কাতর অনুনয় করেছেন, বিচার চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে, তা ছড়িয়েছে বহু মানুষের মধ্যে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যে যুবতীর ভিডিও ছড়িয়ে পড়েছে, তাঁর নাম নিকিতা নাগদেব। অভিযোগ, স্বামী তাঁকে বিয়ের পরেই ত্যাগ করেন, এখন লিপ্ত পরকীয়ায়, দ্বিতীয় বিয়ের পরিকল্পনাও করে ফেলেছেন, দিল্লিতে। ভারতের প্রধানমন্ত্রীর কাছে এবার বিচার চাইছেন পাকিস্তানের নিকিতা।


নিকিতা নাগদেব , ভিডিওতে ন্যায় বিচারের কাতর আবেদন জানিয়েছেন। তাঁর অভিযোগ, পাকিস্তানি বংশোদ্ভূত বিক্রম নাগদেব, যিনি দীর্ঘমেয়াদী ভিসায় ইন্দোরে থাকেন, তাঁর সঙ্গে ২০২০ সালে বিয়ে হয় নিকিতার। বিয়ের পর, বিক্রম তাঁকে ভারতে নিয়ে এসেছিল। কিন্তু করোনাকালের মাঝেই, জোর করে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেন। তখন আসল কারণ বুঝতে পারেনি যুবতী। ভেবেছিলেন অল্প সময়ের জন্য যাচ্ছেন। তবে শ্বশুরবাড়ি পৌঁছেই ভুল ভাঙে। একদিকে পরিবারীর সদস্যদের দুর্ব্যবহার অন্যদিকে স্বামীর লাগাতার প্রত্যাখ্যান। তারপর থেকে বহুবার স্বামীর কাছে ফিরতে চাইলেও, স্বামী রাজি হননি বলে অভিযোগ।

নিকিতা দাবি করেছেন যে তিনি ২৬ জানুয়ারী, ২০২০ তারিখে করাচিতে হিন্দু রীতিনীতি মেনে বিক্রমকে বিয়ে করেছিলেন। এক মাস পরে, ২৬ ফেব্রুয়ারি, বিক্রম তাঁকে ভারতে নিয়ে আসেন। কিন্তু ৯ জুলাই, ২০২০ তারিখে, তাঁকে জোর করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। ভিসার সমসয়ার অজুহাতে তাঁকে আটারি বর্ডারে ছেড়ে আসা হয় বলে অভিযোগ করেন। 

ভারত থেকে পাকিস্তান ফিরে যাওয়ার পরে, তাঁর সঙ্গে শ্বশুরবাড়ির সকলের আচরণও বদলে যায় বলে অভিযোগ করেছেন।  একইসঙ্গে যুবতীর অভিযোগ, বিয়ের পরে পরেই তিনি জানতে পারেন, স্বামী অন্য যুবতীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। শ্বশুরবাড়িতে সেকথা জানালে, উত্তরে শুনতে হয়েছিল, 'ছেলেরা পরকীয়া করেই থাকে।' তেমনটাই অভিযোগ যুবতীর।

তিনি অভিযোগ করেন যে, বিক্রম দিল্লির অন্য এক মহিলাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানতে পেরেছিলেন। বৈধভাবে বিবাহিত থাকাকালীন পুনরায় বিয়ের পরিকল্পনা শুনে, ২৭ জানুয়ারী, ২০২৫ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলাটি মধ্যপ্রদেশ হাইকোর্ট কর্তৃক অনুমোদিত সিন্ধি পঞ্চ মধ্যস্থতা এবং আইনী পরামর্শ কেন্দ্র কর্তৃক গৃহীত হয় বলে তথ্য। কিন্তু তাতে কোনও লাভ হয়নি বলে অভিযোগ যুবতীর। এর পরেই তিনি ভিডিওতে নিজের পরিস্থিতির কথা তুলে ধরেন। বলেন, 'আজ যদি ন্যায়বিচার না পাওয়া যায়, তাহলে নারীরা ন্যায়বিচারের উপর আস্থা হারিয়ে ফেলবে।' ভারতের প্রতিটি মহিলা ন্যায় বিচার আশা করেন বলেও ভিডিওতে বলেন তিনি।