আজকাল ওয়েবডেস্ক: শুধুমাত্র সিনেমাতেই আমরা মানুষকে একাধিক ছুরিকাঘাত বা গুলির আঘাতেও বেঁচে যেতে দেখি। কিন্তু সম্প্রতি এক মর্মান্তিক ঘটনায়, ৩০ বছর বয়সী একজন চীনা মহিলা অলৌকিকভাবে একজন অপরিচিত ব্যক্তির ২২ বার নৃশংস ছুরির আক্রমণের পরেও বেঁচে গিয়েছেন। আর তাঁর পরিত্রাতা স্তন প্রতিস্থাপন (ব্রেস্ট ইমপ্ল্যান্ট)।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২২ মে ঝেজিয়াং প্রদেশের এমআইএক্সসি মলের পার্কিংয়ে গাড়িতে ওঠার সময় ওই মহিলার উপর অতর্কিত হামলা চালানো হয়। তিনি সংবাদমাধ্যমকে জানান যে, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি সামনের সিটে বসে তাঁকে ছুরি দিয়ে ভয় দেখিয়েছিল। সাহায্যের জন্য চেঁচামেচি করা সত্ত্বেও কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি।
এরপর আক্রমণকারী ওই মহিলাকে পার্কিংয়ের চার্জ দিতে বাধ্য করেন এবং বলপূর্বক অন্য একটি জায়গায় নিয়ে যান। তাঁর কাছ থেকে টাকার দাবি করতে থাকে ওই দুষ্কৃতী। এরই মাঝে দুষ্কৃতীটির অন্যমনস্কতার সুযোগ নিয়ে নিজের লোকেশন তাঁর প্রেমিককে পাঠিয়ে দেন ওই মহিলা। তাঁর প্রেমিক এর পর পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশকে দেখেই হিংস্র হয়ে ওঠে ওই দুষ্কৃতী। পর পর ২২ বার ছুরি দিয়ে আঘাত করা হয় মহিলাকে। হাত দিয়ে কয়েকটি আক্রমণ প্রতিহত করেন তিনি। এরপরেই গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে অচৈতন্য হয়ে পড়েন। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে ওই দুষ্কৃতী নিজেকে শেষ করে দেন। কিন্তু অবিশ্বাস্যভাবে বেঁচে যান ওই মহিলা।
তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা জানান যে তাঁর ব্রেস্ট ইমপ্লান্ট একাধিক ছুরিকাঘাত প্রতিহত করে দিয়েছে। যার ফলে তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গগুলির তেমন বিশেষ ক্ষতি হয়নি। শুধুমাত্র ফুসফুসে একটি ক্ষত হয়েছে। তবে তা প্রাণঘাতী নয়।
