আজকাল ওয়েবডেস্কঃ প্রত্যকে শিশুরই ছোটবেলায় আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে। সেই স্বপ্ন পূরণের উৎসাহ দিতেই অভিনাব উপায়ের হদিশ দিলেন চিনের এক শিক্ষিকা । এই উপায়টি নজর কাড়ল নেটিজেনদের।
বর্তমানে কৃত্রিম মেধার অতিরিক্ত ব্যবহার শুরু হয়ছে। যার জেরে কত কিনা হচ্ছে! এই কৃত্রিম মেধার আশ্রয় নিয়ে অনেকেই বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেলছেন। কেউ কেউ আবার ভাল কাজেও এই প্রযুক্তি ব্যবহার করছেন। সম্প্রতি সামজমাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওটিকে কৃত্রিম মেধার সুফলও বলা যেতে পারে।
ভিডিওতে দেখা যাচ্ছে , পড়ুয়াদের স্বপ্নের পেশার ছবি স্কুলের অনুষ্ঠানে দেখানো হচ্ছে। ভিডিও’র ওপর আবার উল্লেখ করা রয়েছে, ছবি গুলি তৈরি করেছেন স্কুলেরই এক শিক্ষক। এই দৃশ্যটি চিনের একটি প্রাইমারি স্কুলের বলেই খবর মিলেছে।এরপর ভিডিওটি সামাজমাধ্যমে পোস্ট হতেই তা নিমিষে ভাইরাল হয়ে গিয়েছে। ঝড়ে গতিতে বেড়েছে লাইক এবং ভিউ। কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া এসেছে । অনেকেই ওই শিক্ষিকাকে সমর্থন জানিয়ে তাঁর প্রশংসা করেছেন । কেউ কেউ আবার গোটা বিষয়টি ভাল নজরে নেননি।
