আজকাল ওয়েবডেস্ক: জাপানের বিখ্যাত পর্যটনস্থল মাউন্ট ফুজি। সারা বছর লক্ষ লক্ষ পর্যটক বিখ্যাত আগ্নেয়গিরিটি দেখতে যান। মাউন্ট ফুজির মতো দেখতে একটি ছোট পাহাড়কে সাদা রং করার পর চীনের একটি পর্যটন স্থান ভুল কারণে ভাইরাল হয়ে গিয়েছে।

চীনের সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, উত্তর চীনের একটি থিম পার্ক জাপানের মাউন্ট ফুজির প্রতিরূপ হিসেবে একটি ছোট্ট পাহাড়ের চূড়া সাদা রঙ করার পর সারা দেশের হাসির উদ্রেক তৈরি হয়েছে। 

হেবেই প্রদেশে অবস্থিত, ইউনিভার্স ফ্যান্টাসি ল্যান্ড নামে পরিচিত এই আকর্ষণ স্থলটি পর্যটকদের আকর্ষিত করতে তৈরি করা হয়েছিল। সেখানে একটি মনুষ্যসৃষ্ট পাহাড়, মনোরম হ্রদ, সবুজ চারণভূমি, একটি সাদা ঘোড়া এবং একটি অদ্ভুত কাঠের কেবিন রয়েছে। বেজিং থেকে আসা ক্লান্ত নগরবাসীদের উদ্দেশ্যে রাজধানী থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে একটি রূপকথার মতো ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে পার্কটি তৈরি করা হয়েছিল।

নির্মাতারা মাউন্ট ফুজিকে অনুকরণ করতে গিয়ে গত বছর পাহাড়টির চূড়া সাদা রং করে দেয়। এর পাশাপাশি, সেটিকে আগ্নেয়গিরির রূপ দেওয়ার জন্য গোলাপি ধোঁয়ার ব্যবস্থাও করা হয়েছিল। অনেকে রিয়েল এস্টেট সংস্থা সেটিকে আগ্নেয়গিরি বলতেও শুরু করেছিল।

?ref_src=twsrc%5Etfw">May 2, 2025

দর্শনার্থীরা দ্রুত বুঝতে পারলেন যে 'পাহাড়' আসলে একটি রঙ করা পাহাড় ছাড়া আর কিছুই নয়। একজন পর্যটক বলেন, "শুধুমাত্র একটি ছোট পাহাড় যার উপরে সাদা রঙ করা আছে। মাউন্ট ফুজির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।" অন্য একজন দর্শনার্থী বলেন, "আসল মাউন্ট ফুজি দেখার জন্য আপনাকে টাকা দিতে হবে না, কিন্তু এখানে আপনাকে একটি নকল পাহাড়ের জন্য টাকা দিতে হচ্ছে।"

অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা যায় যে, পাহাড়ের পিছনে খোদাই করা একটি সাধারণ সিঁড়ি এবং একটি দরজা রয়েছে। যারা সেখানে ঘুরতে গিয়েছিলেন তাঁরা টিকিটের ৯৮ ইউয়ান (১,১৩০ টাকারও বেশি) দাম দেখে অবাক হয়েছিলেন। যদিও অনলাইনে ৭৮ ইউয়ানের পাওয়া যাচ্ছে। যাঁরা ক্যাম্প করতে চান তাঁদের জন্য, ব্যক্তি প্রতি অতিরিক্ত ৪৮ ইউয়ান প্রযোজ্য। সাদা ঘোড়াটিকে সারা দিনে মাত্র এক ঘণ্টার জন্যই বাইরে বার করা হয়। তাও শুধু ছবি তোলার জন্য।

হেবেই প্রদেশ বিখ্যাত ল্যান্ডমার্কগুলি পুনর্নির্মাণ এই প্রথমবার নয়। অতীতে, তারা আইফেল টাওয়ার, গ্রেট স্ফিংস এবং এমনকি চীনের প্রাচীরের কিছু অংশের প্রতিরূপ তৈরি করেছে।