আজকাল ওয়েবডেস্ক: আধুনিক যুগে স্থূলতা বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিছু উন্নত ও উন্নয়নশীল দেশে মহামারির আকার ধারণ করেছে। নানা দেশের জনগণের মধ্যে স্থূলতার কারণে হৃদরোগের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। তবে, একটি চীনা ক্যামেরা কোম্পানি তার কর্মীদের ফিট থাকতে উৎসাহিত করার জন্য একটি অভিনব পদ্ধতি চালু করেছে, এই কর্মসূচির আওতায় ওজন কমানো কর্মীদের মোট ১০ লক্ষ ইউয়ান (প্রায় ১.২৩ কোটি টাকা) বোনাস প্যাকেজ অফার করছে।

‘মিলিয়ন ইউয়ান ওয়েট লস চ্যালেঞ্জ’ কী?

বিভিন্ন চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেনজেনের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান আরাশি ভিশন ইনকর্পোরেটেড, যা চীনের বাইরে ইন্সটা৩৬০ নামেও পরিচিত কর্মীদের ফিটনেস বৃদ্ধির জন্য নগদ বোনাস অফার করেছে। তারা জানিয়েছে, ৯০ দিনে ২০ কেজির বেশি ওজন কমানোর জন্য একজন কর্মচারী ২০,০০০ ইউয়ান (প্রায় ২.৪৬ লক্ষ টাকা) বোনাস পেয়েছেন।

আরও পড়ুন: লাগবে না জল-সাবান, তবুও জীবাণুমুক্ত হবে কাপড়! তৈরি হল মহাকাশে ব্যবহারযোগ্য অভিনব ওয়াশিং-মেশিং

ইন্সটা৩৬০, জনপ্রিয় ইন্সটা৩৬০ রেঞ্জের ডিজিটাল ক্যামেরা তৈরি করে, তার বার্ষিক ‘মিলিয়ন ইউয়ান ওয়েট লস চ্যালেঞ্জ’-এর জন্য বিশ্বব্যাপী শিরোনামে স্থান পেয়েছে। এর লক্ষ্য কর্মীদের প্রতিদিনের ব্যায়াম এবং সুষম খাদ্য-সহ একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করে ওজন কমাতে উৎসাহিত করা।

এই বছরের চ্যালেঞ্জ কে জিতেছে?

কোম্পানির মতে, তাদের সকল কর্মচারী এই অফারের জন্য যোগ্য এবং প্রতিটি কর্মচারীকে প্রতি ০.৫ কেজি ওজন কমানোর জন্য ৫০০ ইউয়ান (৬,০০০ টাকা) নগদ পুরস্কার দেওয়া হবে। সর্বশেষ চ্যালেঞ্জে, জি ইয়াকি নামে একজন মহিলা কর্মচারীকে ‘ওজন কমানোর চ্যাম্পিয়ন’ হিসেবে মুকুট দেওয়া হয়েছে এবং তিন মাসের মধ্যে প্রায় ২০ কেজি ওজন কমাতে সক্ষম হওয়ায় পর তিনি ২০,০০০ ইউয়ান নগদ পুরস্কার জিতেছেন।

আরও পড়ুন: ইংরেজদের থেকে প্রথম স্বাধীনতা পায় এই দেশ! বর্তমানে বিশ্বজুড়়ে প্রবল প্রতাপ, জানেন কোনটি?

জি ইয়াকি পুরস্কার নেওয়ার সময় বলেন, “আমি বিশ্বাস করি এটি আমার জীবনের সেরা সময়, নিজের সেরা সংস্করণ হওয়ার জন্য। এটি কেবল সৌন্দর্যের বিষয় নয় - এটি স্বাস্থ্যের বিষয়।” তিনি কীভাবে একটি সুশৃঙ্খল জীবনযাপন, সুষম খাদ্য গ্রহণ এবং প্রতিদিন দেড় ঘণ্টা ওয়ার্কআউট অনুসরণ করে তাঁর ওজন কমানোর লক্ষ্য অর্জন করেছিলেন তাও জানিয়েছেন জি।

২০২২ সাল থেকে, Insta360 তার বিখ্যাত ওজন কমানোর চ্যালেঞ্জের সাতটি রাউন্ড আয়োজন করেছে, চ্যালেঞ্জটি গ্রহণকারী কর্মীদের মোট ২০ লক্ষ ইউয়ান (প্রায় ২.৪৬ কোটি টাকা) নগদ পুরষ্কার প্রদান করেছে। কোম্পানির মতে, গত বছরের চ্যালেঞ্জে ৯৯ জন কর্মচারী অংশগ্রহণ করেছিলেন এবং সম্মিলিতভাবে মোট ৯৫০ কেজি ওজন কমিয়েছিলেন, যার ফলে মোট ১ লক্ষ ইউয়ান নগদ বোনাস অর্জন করেছিলেন।

স্থূলতা থেকে মুক্তি পেতে এখন অনেকেই রোগা হওয়ার চেষ্টা করছেন। কিন্তু নিয়ম না মেনে দ্রুত ওজন কমাতে গেলে বেশ কিছু সমস্যা হতে পারে। খুব দ্রুত ওজন কমালে প্রায়শই কঠোর ডায়েট অনুসরণ করতে হয়। এর ফলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদানের অভাব দেখা দিতে পারে।